হোম /খবর /জলপাইগুড়ি /
গ্রাম চারটে, রাস্তা মাত্র একটা! বেহাল পথ সারানোর দাবিতে পড়ুয়ারা যা করল

Jalpaiguri News: চারটি গ্রামের মানুষের যাতায়াতের একটাই রাস্তা, তাও বেহাল! প্রতিবাদে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

X
title=

ময়নাগুড়ির সাত ভেন্ডি, ঝাড় বড়গিলা, কাজল দিঘি, চেংমারি এই চারটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন রাস্তা সংস্কার হয়নি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: রাস্তা নয়, দেখলে মনে হতে পারে এ যেন ছোট ছোট পুকুর! এমনই বেহাল অবস্থা ময়নাগুড়ির পানবাড়ি থেকে মৌলানি যা‌ওয়ার রাস্তার। শুধু তাই নয় এই একটি মাত্র রাস্তার উপরই নির্ভর করে যাতায়াত করেন এলাকার চারটি গ্রামের মানুষ। এমন গুরুত্বপূর্ণ রাস্তার এই বেহাল অবস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখাল স্থানীয় স্কুলের পড়ুয়ার।

ময়নাগুড়ির সাত ভেন্ডি, ঝাড় বড়গিলা, কাজল দিঘি, চেংমারি এই চারটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন রাস্তা সংস্কার হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, খারাপ হতে হতে পানবাড়ি থেকে মৌলানি পর্যন্ত এই রাস্তাটি আর চলাচলের যোগ্য নেই। তার জায়গায় জায়গায় গর্ত হয়ে যেন ছোটখাটো জলাশয়ের চেহারা নিয়েছে। এই রাস্তা সারাইয়ের দাবিতেই বিক্ষোভ দেখাল স্থানীয় চ্যাংমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন: শুভেন্দুর 'সামান্য' সাহায্যকে পুঁজি করে আশায় বুক বাঁধছেন রানিহাটির পোড়া মাছ বাজারের ব্যবসায়ীরা

এলাকাবাসীর দাবি এই রাস্তা সরানোর জন্য বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু কোন‌ও ফল হয়নি। রাস্তার এমন অবস্থা যে এখান দিয়ে যাতায়াত করতে গিয়ে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা। ওই এলাকায় ১১ টি প্রাথমিক বিদ্যালয় এবং চারটি হাইস্কুল আছে। সেই ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে। ফলে সব সময় উদ্বেগে থাকেন মা-বাবারা।

গ্রামবাসীদের অভিযোগ, বিডিও, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, এমনকি দিদিকে বলো কর্মসূচিতে যোগাযোগ করে এই রাস্তার বিষয়ে তাঁরা অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন‌ও কিছুতেই লাভ হয়নি। তাঁদের প্রশ্ন, সম্প্রতি শুরু হওয়া পথশ্রী প্রকল্পে তাঁদের এলাকার এই বেহাল রাস্তা হাল ফিরবে কি?

সুরজিৎ দে

Published by:kaustav bhowmick
First published:

Tags: Agitation, Jalpaiguri News, Protest, Road, Student