ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদা এক নম্বর ব্লকের ইলু জাগরো গ্রামে। গ্রামেরই পঞ্চায়েত প্রধান প্রকাশ কুমার মাহাতর নামে আবাস যোজনার বাড়ির নাম প্রকাশ হয়। ঘটনার কথা জানতে পেরে পঞ্চায়েত প্রধান নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে সরব হন। তিনি বলেন, তিনি একজন পঞ্চায়েত প্রধান। আবাস যোজনার নামের তালিকায় তার নাম কিভাবে এলো তা তিনি বুঝতে পারছেন না।
advertisement
আরও পড়ুন: 'ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি', মহিলার উদ্দেশ্যে হঠাৎ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বিডিও ও মহাকুমা শাসকের কাছে আবেদন জানান তিনি। পাশাপাশি, যোগ্য ব্যক্তি যাতে বাড়ি পায় তার আবেদন রেখেছেন পঞ্চায়েত প্রধান প্রকাশ কুমার মাহাত। তার ধারণা সার্ভে করার সময় কোনো ভাবে গন্ডগোল হয়েছিল তাই এই ঘটনা ঘটেছে। ভারত সরকারের ফ্ল্যাগশিপ আবাসন প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। যার লক্ষ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য আবাসন প্রদান করা।
আরও পড়ুন: কাজের নিরিখে কত নম্বর পেল যদুপুর দুই নম্বর পঞ্চায়েত, দেখুন জনগণের মতামত
প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প এই সকল মানুষদের স্বল্পমূল্যে বাড়ি তৈরি করার লক্ষ্যে চালু করা হয়েছিল। দারিদ্র সীমার আয়তায় আসা ব্যক্তিদেরকে নির্বাচিত করে এই প্রকল্পের জন্য বাড়ি প্রদান করা হয়। সেই প্রকল্পের মধ্যে পঞ্চায়েত প্রধানের নাম নথিভুক্ত হওয়ায় বিতরকের দানা সৃষ্টি হয়েছিল। সমস্ত কিছুকে উড়িয়ে স্বচ্ছতার সাথে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।





