TRENDING:

Purulia News: নানের সঙ্গে মুচমুচে চপ... খেয়েছেন কখনও? রঘুনাথপুর শহরে নতুন স্বাদের ব্রেকফাস্টের দারুণ জনপ্রিয়তা

Last Updated:
নান আর মুচমুচে চপের কম্বোতে এখন নতুন স্বাদের জাদু ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। নান ও চপের এই যুগলবন্দি স্বাদ শহরের সকালের খাবারের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
advertisement
1/7
নানের সঙ্গে মুচমুচে চপ... খেয়েছেন কখনও? রঘুনাথপুর শহরে নতুন স্বাদের জনপ্রিয় ব্রেকফাস্ট
নরম, গরম নানের সঙ্গে মুচমুচে চপ। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে নতুন স্বাদের এই ব্যতিক্রমী জলখাবার এখন মানুষের মন জয় করেছে। কম দামে এই অনন্য কম্বো শহরের সকালের খাবারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এখন। বিশেষ করে, শহরের একমাত্র দোকানেই এটি পাওয়া যাচ্ছে, যা এই ব্রেকফাস্টকে আরও বিশেষ করে তুলেছে।
advertisement
2/7
রঘুনাথপুর শহরের চৌরাস্তার মোড়ে অবস্থিত গোস্বামী ফাস্ট ফুড-এ শীতের সকালে এখন প্রতিদিনই ভিড় লেগে যাচ্ছে এই নতুন স্বাদের টানে। নান ও চপের যুগলবন্দি স্বাদ সব বয়সের মানুষেরই মন ছুঁয়ে যাচ্ছে।
advertisement
3/7
স্বাদে ভিন্নতা এবং সাশ্রয়ী মূল্যের কারণে খুব অল্প সময়ের মধ্যে এই ফাস্টফুড রঘুনাথপুর শহরের প্রিয় তালিকায় নিজের জায়গা করে নিয়েছে।
advertisement
4/7
আরও একটি বিশেষত্ব হল, এই নান ও মুচমুচে চপ তৈরি হচ্ছে চাইনিজ স্পেশালিস্ট মিস্ত্রি তপন ঠাকুর ও ঝন্টু নন্দীর হাতে। খেতেও যেমন স্বাদে ভিন্নতা রয়েছে, তেমনি গন্ধেও অতুলনীয়। তাদের কথায়, “মানুষকে একটু ভিন্ন রকমের কিছু খাওয়াতে আমরা এই কম্বোটি তৈরি করেছি। পরবর্তীকালে এই ব্যতিক্রমী ব্রেকফাস্টটি ব্যাপক হারে শহরের মানুষের প্রিয় হয়ে উঠেছে।“ (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/7
দোকানের মিস্ত্রি তপন ঠাকুর ও ঝন্টু নন্দী জানান, রঘুনাথপুর শহরবাসীর কাছে এখন এর চাহিদা তুলনীয়। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত নান ও মুচমুচে চপের খোঁজে মানুষ ভিড় জমায় দোকানে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
6/7
রঘুনাথপুর শহরের বাসিন্দা উজ্জ্বল ব্যানার্জী, সজল মণ্ডল, বিশ্বরূপ ব্যানার্জী জানান, “ব্যতিক্রমী এই ব্রেকফাস্ট এখন আমাদের খুবই পছন্দের। খেতেও যেমন অতুলনীয়, দামও তেমনি সাধ্যের মধ্যে। তাই এখন প্রতিদিনের ব্রেকফাস্ট আমাদের নরম গরম নানের সঙ্গে মুচমুচে চপ।” (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
7/7
রঘুনাথপুরবাসীর সকালের সূচনা এখন আরও রোমাঞ্চকর! নান আর মুচমুচে চপের কম্বোতে নতুন স্বাদের জাদু মিলেছে। নান ও চপের এই যুগলবন্দি স্বাদ শহরের সকালের খাবারের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Purulia News: নানের সঙ্গে মুচমুচে চপ... খেয়েছেন কখনও? রঘুনাথপুর শহরে নতুন স্বাদের ব্রেকফাস্টের দারুণ জনপ্রিয়তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল