শেষ মুহূর্তের দুর্দান্ত রেজাল্ট করার জন্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ফিজিক্যাল সাইন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক অনুপ কুমার বলে দিচ্ছেন দুর্দান্ত কিছু টিপস। একটু তাঁর কথা মতো শেষ মুহূর্তে অনুশীলন করলেই ছাত্র-ছাত্রীদের চিন্তা করতে হবে না ভৌত বিজ্ঞানে ভাল নম্বর পাওয়ার জন্য।
আরও পড়ুন: মাধ্যমিকে পরীক্ষায় ভৌত বিজ্ঞানে ভয়? এইভাবে ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখলেই পাওয়া যাবে পুরো নম্বর
advertisement
তিনি বলছেন , পুরনো পড়াগুলি সবার প্রথমে রিভিশন দিয়ে নিক ছাত্র-ছাত্রীরা। যারা পিছিয়ে পড়েছে এখনও পর্যন্ত, তারা অতি অবশ্যই পাঠ্যবই তাকে খুঁটিয়ে পড়ুক। টেস্ট পেপার সলভ করার চেষ্টা করুক। শেষ মুহূর্তে রিভিশনই ভাল রেজাল্টের একমাত্র চাবিকাঠি।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে এইভাবে "ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ" করলে উঠে আসবে পুরো নম্বর
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকেন সকলেই। বরাবরই দুর্দান্ত রেজাল্ট করে তাক লাগিয়ে দেন রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। এ বছর যে তার ব্যতিক্রম হবে না সে বিষয়ে সম্পূর্ণ আশাবাদী পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সমগ্র শিক্ষক মহল।
শর্মিষ্ঠা ব্যানার্জি