Madhyamik 2023: মাধ্যমিকে পরীক্ষায় ভৌত বিজ্ঞানে ভয়? এইভাবে ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখলেই পাওয়া যাবে পুরো নম্বর

Last Updated:

ভৌত বিজ্ঞানে তিন নম্বরের প্রশ্নের উত্তর কীভাবে লিখলে সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে, সেই নিয়ে ছাত্রছাত্রীদের চিন্তার অবসান ঘটালেন বাঁকুড়া জিলা স্কুলের ভৌত বিজ্ঞান শিক্ষক

+
মাধ্যমিকে

মাধ্যমিকে পরীক্ষায় ভৌত বিজ্ঞানে ভয়? এইভাবে ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখলেই পাওয়া যাবে পুরো নম্বর

বাঁকুড়া: বাঁকুড়া প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ভৌত বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র পতি মহাশয় সরাসরি দেখিয়ে দিলেন যে লবণ জলীয় দ্রবণে তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় এটি একটি বহু আলোচিত প্রশ্ন।
১) প্রথমত উত্তরটি লিখতে গেলে যেটা জানতে হবে সেটি হল NaCl বা লবণ একটি তড়িৎযোজী যৌগ। অপরদিকে চিনি বা গ্লুকোজ একটি সমযোজী যৌগ।
advertisement
২) লবণ তড়িৎযোজী যৌগ হওয়ার ফলে জলীয় দ্রবণে বিয়োজিত হয় এবং তড়িৎ পরিবহনকারী আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে  (NaCl= Na+ + Cl-) । অর্থাৎ এটি হল ইলেক্ট্রোলাইট।
advertisement
৩) চিনি বা গ্লুকোজ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহনকারী আয়ন উৎপন্ন করে না বলেই তারা তড়িৎ পরিবহন করতে পারে না। অর্থাৎ এটি হল নন-ইলেকট্রোলাইট।
৪) উপরে লিখিত তিনটে পয়েন্ট খাতায় লিখে যথার্থ সংকেত দিয়ে ব্যাখ্যা করলেই পুরো তিন নম্বর পাওয়া যাবে।
advertisement
Nilanjan Banerjee
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Madhyamik 2023: মাধ্যমিকে পরীক্ষায় ভৌত বিজ্ঞানে ভয়? এইভাবে ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখলেই পাওয়া যাবে পুরো নম্বর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement