Sonajhuri Haat: সোনাঝুরি হাটের ভবিষ্যৎ কী? আদৌ পূর্বের জায়গাতেই বহাল থাকবে বিকিকিনি? জানিয়ে দিলেন অনুব্রত
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sonajhuri Haat: ২০ জানুয়ারি 'বেআইনি' বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট মামলার চূড়ান্ত শুনানি রয়েছে জাতীয় পরিবেশ আদালতে। সেই মামলায় হেরে গেলে সোনাঝুরির হাটের স্থান পরিবর্তন করে বিশ্ব ক্ষুদ্র বাজারে করা হবে৷
বীরভূম, সৌভিক রায়: ২০ জানুয়ারি ‘বেআইনি’ বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট মামলার চূড়ান্ত শুনানি রয়েছে জাতীয় পরিবেশ আদালতে। সেই মামলায় হেরে গেলে সোনাঝুরির হাটের স্থান পরিবর্তন করে বিশ্ব ক্ষুদ্র বাজারে করা হবে৷ ঠিক এমনটাই জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুরের শিবপুরে প্রায় ৫১ একর জায়গা জুড়ে রয়েছে বিশ্ব ক্ষুদ্র বাজার। ক্ষুদ্র-মাঝারি কুটির ও বস্ত্র বয়ন দফতরের উদ্যোগে ১০ জানুয়ারি থেকে এখানে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প মেলা।
হস্তশিল্প মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি কুটির ও বস্ত্র বয়ন দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল বলেন, “আমি মন্ত্রীকে বলব, সোনাঝুরির হাট যেন শিল্পীদের কথা চিন্তা করে সপ্তাহে দু-দিন বসে। আর বাকি দুই দিন বিশ্ব ক্ষুদ্র বাজারে বসবে।”
advertisement
আরও পড়ুনঃ এই ৬ প্রোটিন সমৃদ্ধ খাবার হুড়মুড়িয়ে বাড়ায় মেদ! অবশ্যই সপ্তাহে ২-৩ দিন পাতে রাখুন, তফাৎ বুঝলেন কয়েকদিনেই
প্রসঙ্গত, বোলপুর শান্তিনিকেতনে পর্যটকদের মূল আকর্ষণ হল এই সোনাঝুরির জঙ্গলে খোয়াই হাট। বন দফতরের জায়গায় ব্যবসায়িক হাট সম্পূর্ণ বেআইনি। তার উপর যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার। জঙ্গলের মধ্যে ছোট ছোট গাছ মারিয়ে দিয়ে ঢুকে পড়ছে চারচাকা গাড়ি৷ অনেক ক্ষেত্রে রাতের অন্ধকারে গাছ কেটে ফেলা হচ্ছে। আর সেই কারণেই হাটটি ‘বেআইনি’ এই মর্মে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সকালে শরীরে ‘এই’ লক্ষণগুলি দেখলে সাবধান…! ব্রেন স্ট্রোক হতে পারে, আচমকা প্যারালাইসিসে শয্যাশায়ী হতে পারেন
আদালত আগেই বন দফতর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে হাট নিয়ে হলফনামা চেয়েছিল। সেই হলফনামায় কার্যত হাট যে ‘বেআইনি’ তার উল্লেখ আছে। সরকারের কোন দফতরের অনুমতিতে বসে এই বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাট? যদিও এই বিষয়ে তার কোনও সঠিক উত্তর দিতে পারেনি রাজ্য সরকারের কোনও দফতর। ২০ তারিখ সেই মামলার শুনানি রয়েছে। তার আগেই রাজ্য সরকারের তরফ থেকে আগাম ব্যাবস্থা করে রাখা হচ্ছে। এখন শুধু ২০ তারিখ এর দিকে তাকিয়ে রয়েছেন সোনাঝুরি হাটের শিল্পীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 12, 2026 2:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sonajhuri Haat: সোনাঝুরি হাটের ভবিষ্যৎ কী? আদৌ পূর্বের জায়গাতেই বহাল থাকবে বিকিকিনি? জানিয়ে দিলেন অনুব্রত








