Madhyamik 2023| Life Science Suggestions|| মাধ্যমিকের জীবন বিজ্ঞানে ৫ নম্বরের উত্তর লিখতে হবে ঠিক এ ভাবেই, ফুল মার্কস আটকাতে পারবে না কেউ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Madhyamik 2023 Life science suggestions: জীবন বিজ্ঞানে ৫ নম্বর প্রশ্নের উত্তর লিখতে গিয়ে হিমশিম খায় ছাত্রছাত্রীরা। সহজ উপায় দিলেন বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক
বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন জীবন বিজ্ঞান বিভাগের শিক্ষক গণেশ ভান্ডারী খুব সহজেই বলে দিলেন কী ভাবে ৫ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে।
৫ নম্বর প্রশ্নের উত্তর লিখতে গেলে সবথেকে আগে মাথায় রাখতে হবে উপস্থাপন। সুন্দর উপস্থাপনের মাধ্যমেই কিন্তু উত্তরপত্র সেজে ওঠে এবং সেই উত্তরপত্রের হাত ধরেই পরীক্ষক নম্বর দিতে ইচ্ছুক হন তাই ৫ নম্বরের বড় প্রশ্নের উত্তর লেখার সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে যা জানতে চেয়েছে তা যথার্থ ভাবে লিখতে হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিকের জন্য জীবন বিজ্ঞানে কী পড়বে? মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল লাস্ট মিনিট সাজেশন
৫ নম্বরের বড় প্রশ্ন কখনও কখনও থাকে তিন এবং দুই নম্বরের প্রশ্নে বিভক্ত। সে ক্ষেত্রে ৩ নম্বরের প্রশ্নে তিনটি পয়েন্ট এবং ২ নম্বরের প্রশ্নের দুটি পয়েন্ট লিখতে হবে। আবার কখনও কখনও পাঁচ নম্বরের প্রশ্ন সংজ্ঞা মূলক আসে, সে ক্ষেত্রে যথার্থভাবে পাঁচটি পয়েন্ট সাজিয়ে উত্তর লিখতে হবে। বাঁকুড়া জেলার উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক গনেশ ভাণ্ডারী মহাশয় এমনটিই জানিয়েছেন।
advertisement
advertisement
Nilanjan Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 5:28 PM IST