Madhyamik 2023| Life Science Suggestions|| মাধ্যমিকের জন্য জীবন বিজ্ঞানে কী পড়বে? মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল লাস্ট মিনিট সাজেশন

Last Updated:

Madhyamik 2023 Life Science Suggestions : ২৩ ফেব্রুয়ারি এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু। ছাত্রছাত্রীরা জীবন বিজ্ঞান বিষয়টি নিয়ে চিন্তিত থাকে। তাদের জন্য জীবন বিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করলো অরিন্দম মুখার্জী।

+
মাধ্যমিকের

মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাজেশন

শিলিগুড়ি: আর কিছুদিন বাদেই এ মাসের ২৩ তারিখ থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, বেশিরভাগ ছাত্রছাত্রী জীবন বিজ্ঞান বিষয়টি নিয়ে চিন্তিত থাকে। তাদের জন্য জীবন বিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করল শিলিগুড়ির জীবন বিজ্ঞানের শিক্ষক অরিন্দম মুখার্জী।
যে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়ে যাবে:
১) এডপটেশন, ইভোলিউশন এবং পরিবেশ তার সম্পদ এবং সংরক্ষণ যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে ভাল করে পড়তে হবে। কারণ বিগত বছর এই চ্যাপ্টারগুলি কোভিডের কারণে বাদ দেওয়া হয়েছিল।
advertisement
২) শেষ চ্যাপ্টার থেকে নাইট্রোজেন সাইকেলটা খুব ভাল মতো করে দেখতে হবে। এখান থেকে অ্যামিউনিফিকেশন, নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন, অ্যামিউনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডি-নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ভাল মতো দেখা যাবে।
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিকে ভৌতবিজ্ঞান নিয়ে আর ভয় নেই, দারুণ পরামর্শ দিলেন হুগলির নামকরা শিক্ষক
৩) পলিউশন চ্যাপ্টার থেকে জল এবং শব্দ দূষণটা ভাল মতন দেখে যেতে হবে, দুটোর মধ্যে যে কোনও একটা কমন পেয়ে যাবে।
৪) তিনটে রোগ অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ক্যান্সার ভাল করে দেখে যেতে হবে।
৫) জীববৈচিত্রের গুরুত্ব এবং জীববৈচিত্র্যের ভাগটা ভালো মতন পড়তে হবে। সুন্দরবনের পরিবেশগত সমস্যাটা ভাল মতো পড়তে হবে আর জীবনবৈচিত্রের সংরক্ষণটা ভাল মতো পড়তে হবে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিপল বায়োডাইভারসিটি বিভাগ এটা ভাল মতন পড়তে হবে।
advertisement
৬) এ বছর প্রথম চ্যাপ্টার থেকে চোখ এবং প্রতিবর্ত চাপের ছবি আসার সম্ভাবনা খুব বেশি। তাই ভাল মতন প্র্যাকটিস করে যেতে হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের জরুরি সাজেশন, তাড়াতাড়ি জানুন
৭) ট্রপিক চলন ও ট্যাকটিক চলনটা ভাল মতো দেখে যেতে হবে।
৮) প্রাণী হরমোনের মধ্যে এ বছরের বিশেষ গুরুত্বপূর্ণ পিটুইটারি গ্ল্যান্ড। অগ্র পিটুইটারি গ্ল্যান্ড থেকে ক্ষরিত যে হরমোন আছে, তার কাজ এবং তার সংজ্ঞাগুলো ভাল মতো পড়ে যেতে হবে। এ ছাড়াও টেস্টোস্টেরন হরমোন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনটাও ভাল মতো দেখে যেতে হবে।
advertisement
৯) ছোট ছোট বিষয়গুলিতে যেখানে ছবি আঁকার সম্ভাবনা রয়েছে, সেখানে যদি ছবি আঁকা যায় তাহলে নম্বর আসতে বাধ্য।
১০) ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের গঠন বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলি ভাল মতো দেখে যেতে হবে।
১১) জনন চ্যাপ্টার থেকে জনুক্রমের গুরুত্ব জনুক্রমের সংজ্ঞা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
১২) দ্বিসংকর জনন ভাল করে দেখতে হবে। এ ছাড়াও থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা ভাল করে দেখতে হবে, এখান থেকে যে কোনও একটা আসবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2023| Life Science Suggestions|| মাধ্যমিকের জন্য জীবন বিজ্ঞানে কী পড়বে? মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল লাস্ট মিনিট সাজেশন
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement