আরামবাগ: জীবনে এই প্রথমবার এত বড় পরীক্ষা দিতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের মধ্যে এ নিয়ে একটা ভয় থাকে। সেই ভয় কাটাতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে সাজেশন দিলেন শিক্ষক সোমনাথ সিংহ। হুগলি জেলার আরামবাগের বিভিন্ন এলাকায় ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে কোচিং দিয়ে চলেছেন সোমনাথ বাবু। বর্তমানে তিনি আলামি মিশনে শিক্ষকতা করেন। তিনি প্রায় ১০ বছর ভৌত বিজ্ঞানে ছাত্রছাত্রীদের কোচিং দিচ্ছেন। সোমনাথ বাবুর কাছ থেকে প্রতিবছরই সর্বোচ্চ নম্বর পেয়ে থাকে পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ উপায় সাজেশন দিলেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক তা--
1.তিনি প্রথমেই বলেন আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এতদিন ছাত্র-ছাত্রীরা সিলেবাসটা নিশ্চয়ই দেখেছে। তার মধ্যে ১৫ টা mcq ও ২১ টা মতো scq থাকে তাই ছাত্র ছাত্রীদের কাছে যা বই আছে একবার খুঁটিয়ে পড়ে নেওয়া ভালো।
2.সাইন্স ব্যাপারটা এরকম নয় যে, হয়তো কিছু কথা লিখলাম। এখানে পুরোপুরি টু- দ্য পয়েন্টে লিখতে হয়। যেখানে ৩৬ নম্বরের প্রশ্নগুলো আছে, সেখানে নম্বর ভালো পাওয়া যায়, কারণ ছাত্র ছাত্রীরা যদি বইটা খুঁটিয়ে পড়ে। যদিও আর বেশি সময় নেই, তবু তিনি বলেন যে যদি টেক্সট বইটা খুঁটিয়ে একটু পড়ে নেওয়া দরকার।
3.ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যেখানে বড় বড় ছবি পড়ে, যেমন আলো, গ্যাসের আচরণে চ্যাপ্টার, বা গ্যাসের সমীকরণের অঙ্কগুলো একবার খুঁটিয়ে দেখে নিতে হবে। কারণ সময় খুব একটা নেই।
4.শেষের দিকে যদি যায় তাহলে কেমিস্ট্রি এবং ফিজিক্স। কেমিস্ট্রির পার্টটা এবার একটু বেশি আছে। একেবারে শেষের দিকে কেমিস্ট্রির যে রিঅ্যাকশনগুলো আছে সেগুলো যদি প্র্যাকটিস করে নেয়, খুব ভালো হয়। এইসব জিনিসগুলো প্রশ্নে থাকবেই বলে জানান তিনি।
5.তিনি শেষে বলেন বারবার ছাত্রছাত্রীদের কাছে আবেদন করে বলেন,টেক্সট বইটা ভাল করে পড়ুক। ভৌতবিজ্ঞান এমন কিছু কঠিন সাবজেক্ট নয়। ভাল করে পড়লে ৯০-এর উপর নম্বর পাওয়া যায়। শেষে বলেন, আরামবাগ মহকুমার সকল ছাত্র-ছাত্রীর সবার পরীক্ষা ভালো হোক। ভাল রেজাল্ট করুক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।