বাঁকুড়া: বাঁকুড়া প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ইংরেজির শিক্ষক রক্তিম মুখার্জি মহাশয় খুব সহজেই বুঝিয়ে দিলেন যে ঠিক কিভাবে "ডু অ্যাজ ডাইরেক্টটেড" এ "ইন্টার চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ" করতে হবে। এ ক্ষেত্রে তিনি বেছে নেন "He screamed joyfully" এই সেন্টেন্সটি। এবং এক্ষেত্রে প্রশ্নটি হল "joyfully" শব্দটির অ্যাডজেকটিভ ফর্ম ব্যবহার করে পুরো সেন্টেন্সটি আবার তৈরি করতে হবে।
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ঘুরিয়ে দেওয়া হয় ২ নম্বরের কিছু প্রশ্ন, কীভাবে সমাধান করবেন? জানুন
প্রথমত যে বাক্যটি দেয়া আছে তাতে কোনও নাউন বা বিশেষ্য নেই। ফলেই "joyfully" শব্দটিকে এডজেকটিভে রূপান্তরিত করতে গেলে একটি নাউন নিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু আমরা জানি নাউন ঢোকাতে গেলে একটি ভার্ব যোগ করতে হবে৷ ফলেই নতুন যে সেন্টেন্সটি হবে সেটি হবে ""He gave a joyful scream". এখানে দেখাই যাচ্ছে যে "joyful" এডজেকটিভে পরিণত হয়ে গেছে এবং "scream" একটি নাউন এবং নতুন একটি শব্দের সংযোজন হয়েছে সেটি হল "gave" যেটি ক্রিয়ার কাজ করছে।
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় আর হবে না এই মারাত্মক ভুল, শিখে নেওয়া যাক সহজ উপায়
সুতরাং আমরা দেখতে পেলাম একটি ছোট পরিবর্তনের জন্য বাক্যটির মধ্যে একাধিক পরিবর্তন নিয়ে আসতে হল। খুব সহজেই বাঁকুড়া জেলা স্কুলের ইংলিশ বিভাগের শিক্ষক রক্তিম মুখার্জি মহাশয় বিষয়টি ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিলেন।
Nilanjan Banerjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Education, Madhyamik 2023