Bankura News: মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় আর হবে না এই মারাত্মক ভুল, শিখে নেওয়া যাক সহজ উপায়

Last Updated:

ভৌত বিজ্ঞানে ছাত্রছাত্রীরা করে ফেলে এই মারাত্মক ভুল। জানা উত্তর ভুল লিখে আসে ৷ এমসিকিউ এবং উর্ধ্বক্রম অধঃক্রমের মতো সমস্যার নির্ভুল সমাধানের সহজ উপায় জেনে নিন

+
title=

বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ভৌত বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র প্রতি মহাশয় সরাসরি দেখিয়ে দিলেন ঠিক কিভাবে এক নম্বরের MCQ প্রশ্নের উত্তর করতে হবে। তার সঙ্গে দেখিয়ে দিলেন অধঃক্রমে এবং উর্ধ্বক্রমে সাজাতে গেলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে।
আসন্ন মাধ্যমিক পরীক্ষার আগে ভৌতবিজ্ঞানের প্রস্তুতি নিতে গিয়ে অনেক ছাত্র-ছাত্রী এই দুই প্রশ্নের সম্মুখীন হন। সঠিক প্রস্তুতি থাকা সত্ত্বেও সামান্য দুটি টেকনিক্যাল ব্যাপার না জানার থাকা কারণে যোগ্য নম্বর তুলে আনতে ব্যর্থ হন।
advertisement
১) প্রথমত এমসিকিউ প্রশ্নের উত্তর করতে গেলে সঠিকভাবে প্রশ্নের দাগ নম্বর লিখে তারপর পরিষ্কার করে সঠিক উত্তরটির অপশন নম্বর লিখে, উত্তরটি এক কথায় লিখলেই সম্পূর্ণ মান পাওয়া যাবে।
advertisement
২) দ্বিতীয়ত উর্ধ্বক্রমে বা অধঃক্রমে সাজাতে দেয়া থাকলে ছাত্র-ছাত্রীদের গ্রেটার দেন এবং লেস দেন সাইন এর নানা রকম সমস্যা হয়। যদি বড় থেকে ছোট অর্থাৎ অধক্রমে দেওয়া থাকে তাহলে গ্রেটার দ্যান (>) সাইন দিয়ে করতে হবে। এবং ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে দেওয়া থাকলে লেস দ্যান (<) সাইন দিয়ে করতে হবে।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় আর হবে না এই মারাত্মক ভুল, শিখে নেওয়া যাক সহজ উপায়
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement