Bankura News: জীবন বিজ্ঞানের ডায়াগ্রাম অঙ্কনে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল বিশেষ টিপস
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
আসন্ন মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ হল ৫ নম্বরের ডায়াগ্রাম অঙ্কন। আর সেই ডায়াগ্রাম এঁকে পরীক্ষকের থেকে কী ভাবে পুরো ৫ নম্বর পাওয়া যাবে সেই পদ্ধতি বলে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গণেশ ভান্ডারী।
বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের প্রকাশ হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল হয়ে ওঠে বাঁকুড়া জিলা স্কুলের নাম। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতিরা তাঁদেরই একজন জীবন বিজ্ঞান বিভাগের শিক্ষক গণেশ ভান্ডারী, খুব সহজেই বলে দিলেন ডায়াগ্রাম আঁকার সময় ঠিক কী কী বিষয় মাথায় রেখে একটি সঠিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন ডায়াগ্রাম আঁকা যাবে। যা ভাল নম্বর পেতেও সহায়তা করবে।
আসন্ন মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ হল ৫ নম্বরের ডায়াগ্রাম অঙ্কন। আর সেই ডায়াগ্রাম এঁকে পরীক্ষকের থেকে কী ভাবে পুরো ৫ নম্বর পাওয়া যাবে সেই পদ্ধতি বলে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গণেশ ভান্ডারী।
advertisement
advertisement
প্রথমত সমগ্র পৃষ্ঠায় স্পষ্ট করে ডায়াগ্রাম আঁকতে হবে, যাতে ডায়াগ্রামের কোন অংশ ছোট বা বড় না হয়ে যায়।
ডায়াগ্রামটি প্র্যাক্টিস করে যেতে হবে। যত গুলি গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম আছে সে গুলি প্র্যাক্টিস করে যেতে হবে।
advertisement
ডায়াগ্রাম সব সময় ডিপ শেডের পেন্সিলের সাহায্যে আঁকতে হবে।
লেবেলিং করার সময় একটা সাইডে করে করতে হবে যাতে পরীক্ষকের বুঝতে কোন অসুবিধা না হয়।
লেবেলিং হালকা শেডের পেন্সিল দিয়ে করতে হবে।
Nilanjan Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 12:48 AM IST