Madhyamik 2023: মাধ্যমিক প্রশ্নপত্রেই লুকিয়ে থাকে বেশি নম্বর পাওয়ার টিপস! ভূগোলের সাজেশন রইল

Last Updated:

Madhyamik 2023: ভূগোল বিষয়ে সহজে বেশি নম্বর পাওয়া সম্ভব। পরীক্ষার্থীদের উত্তরপত্রে লেখার সময় শুধু মাত্র কিছু বিষয় মাথায় রাখতে হবে।

+
মাধ্যমিক

মাধ্যমিক ২০২৩

মালদহ: মাধ্যমিক উত্তরপত্রে লুকিয়ে আছে বেশি নম্বর পাওয়ার সুযোগ। শুধুমাত্র জানতে পারলেই সহজে মিলবে অতিরিক্ত নম্বর। কি ভাবে উত্তরপত্রে প্রশ্নের উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যাবে? বিশেষ করে ভূগোল বিষয়ে, জানাচ্ছেন মালদহের বিভূতিভূষণ হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক তুহিন কুমার সরকার। ভূগোল বিষয়ে সহজে বেশি নম্বর পাওয়া সম্ভব। পরীক্ষার্থীদের উত্তরপত্রে লেখার সময় শুধু মাত্র কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেগুলি হল- উত্তরপত্রের উপাস্থপনা ভাল করতে হবে।
যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে, সেগুলি প্রথমদিকেই ভাল ভাবে লিখতে হবে।
ভূগোলের উত্তরের ক্ষেত্রে অবশ্যই ছবি দিতে হবে। বিশেষ করে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে।
advertisement
আরও পড়ুন: ভৌত বিজ্ঞানে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিপস 
দু-ধরনের কলমের কালি পরীক্ষার্থীরা ব্যবহার করতে পারে। নীল ও কালো। নীল কালি দিয়ে উত্তর লিখতে হবে ও কালো কালি দিয়ে পয়েন্ট করলে ভাল।
advertisement
আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক পরীক্ষা, ভূগোলে ভাল নম্বর পেতে এগুলি মাথায় রাখতেই হবে
প্রশ্নের নম্বর সঠিক ভাবে পরপর লিখতে হবে উত্তরপত্রে
ম্যাপ পয়েন্টিং- এটি খুব গুরুত্বপূর্ণ। ম্যাপ পয়েন্টিংএর সিট মূল উত্তরপত্রের ভেতরে রেখে খাতা বাঁধতে হবে।
মার্জিন- স্কেল দিয়ে মার্জিন টানলে সময় নষ্ট হয়। তাই মার্জিন করার প্রয়োজন নেই। উত্তর পত্রের উপর ও বাঁদিক ভাঁজ করে নিলেই হবে।
advertisement
অতিরিক্ত সিট নেওয়ার প্রয়োজন অবশ্যই পরে। তাই লুজ সিট নিলে পরপর নম্বরিং করতে হবে। লেখা শেষ হলে ভাল করে সাজিয়ে গুছিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে খাতা
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2023: মাধ্যমিক প্রশ্নপত্রেই লুকিয়ে থাকে বেশি নম্বর পাওয়ার টিপস! ভূগোলের সাজেশন রইল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement