হোম /খবর /শিক্ষা /
ভৌত বিজ্ঞানে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিপস 

Madhaymik 2023: ভৌত বিজ্ঞানে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিপস 

X
মাধ্যমিকের [object Object]

Madhaymik 2023: ভৌত বিজ্ঞানে ভাল রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হল পুরো বইটা একবার চোখ বুলিয়ে নেওয়া।

  • Share this:

বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী প্রান্তিক এলাকার স্কুল হলেও প্রতি বছরই এই স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকে বেশ ভালই রেজাল্ট করে। কৃতী ছাত্রদের হাত ধরে পিয়াড়া তেঘরিয়া স্কুলের সুনাম অর্জন হয়েছে। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতী ছাত্ররা তাঁদেরই একজন ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক অমৃত মন্ডল খুব সহজেই বলে দিলেন ঠিক কীভাবে কম সময়ে পুরো সিলেবাসটি কমপ্লিট করা যাবে।

আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক পরীক্ষা, ভূগোলে ভাল নম্বর পেতে এগুলি মাথায় রাখতেই হবে

আরও পড়ুন: মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ, অবশ্যই জানুন 

ভৌত বিজ্ঞান বিষয়টি খুব খুব ভাল স্কোরিং বিষয়। তবে যদি ঠিকমতো পড়াশোনা না করা হয় স্কোর খুব কম হতে পারে। সেজন্য ভৌত বিজ্ঞানে ভাল রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হল পুরো বইটা একবার ঝালিয়ে নেওয়া। কারণ মোট ৩৬ নম্বর এর শর্ট কোশ্চেন গুলির প্রশ্নোত্তরের পুরো বইটি পড়া প্রয়োজন। হাতের লেখা খুব ভাল না হলেও খাতা পরিষ্কার রাখতে হবে কারণ পরিক্ষার খাতা ছাত্র-ছাত্রীদের মুখের আয়না।

. .

১) পুরো বইটা একবার রিভিশন দিতে হবে।২) হাতের লেখা খুব ভাল না হলেও খাতা পরিষ্কার রাখতে হবে কারণ পরিক্ষার খাতা ছাত্র-ছাত্রীদের মুখের আয়না।৩) পরীক্ষার খাতার দু'দিকে মার্জিন টানতে হবে।৪) ভৌত বিজ্ঞানের রেখাচিত্রের জন্য পেন্সিল ব্যবহার করতে হবে।

জুলফিকার মোল্যা

Published by:Raima Chakraborty
First published:

Tags: Madhyamik 2023, Madhyamik Examination 2023