হোম /খবর /শিক্ষা /
মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ, অবশ্যই জানুন 

Madhyamik 2023: মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ, অবশ্যই জানুন 

X
মাধ্যমিক [object Object]

Madhyamik 2023: ইতিহাসের ম্যাপ পয়েন্ট করাটা রপ্ত করতে না পারলেই দুর্গতি। কমে যেতে পরে নম্বর। জেনে নিন কী করতে হবে।

  • Share this:

বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতী ছাত্ররা তাঁদেরই একজন ইতিহাস বিভাগের শিক্ষক সুকান্ত নন্দী খুব সহজেই বলে দিলেন ঠিক কী ভাবে ইতিহাসের ম্যাপ পয়েন্ট করতে হবে।

ইতিহাসের ম্যাপ পয়েন্টিং এমন একটি বিষয় যা রাতারাতি রপ্ত করা সম্ভব নয়। তাই নিয়মিত অভ্যাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ম্যাপ পয়েন্টিং করতে গেলে যে স্থানের নাম দেয়া রয়েছে সেই স্থানটিকে যথার্থভাবে ম্যাপের মধ্যে চিহ্নিত করতে হবে। যেমন, পলাশী বলা হলে ঠিক কোন জায়গায় পলাশীর যুদ্ধ হয়েছিল সেই অংশটিকে দেখাতে হবে। আগে ম্যাপ পয়েন্টিং করে দেওয়া থাকত। কিন্তু উত্তরে ছাত্র-ছাত্রীদের জায়গার নাম লিখতে হত। এখন ছাত্রছাত্রীদের ম্যাপ পয়েন্টিং নিজে থেকেই করতে হবে।

আরও পড়ুন: সামনেই পরীক্ষা, মাধ্যমিকের ভূগোলে নম্বর তোলার সহজ উপায় জানুন

যখন কোনও বৃহৎ জায়গা ম্যাপের মধ্যে দেখাতে হবে, তখন সেই জায়গাটির ক্ষুদ্র কোনও একটি অংশ চিহ্নিত করলে মান পাওয়া যাবে না। সমগ্র জায়গাটাকে যথার্থভাবে চিহ্নিত করতে হবে। চার নম্বরের এবং ৮ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সময় পাশে ম্যাপ পয়েন্টিং দিয়ে যদি জায়গার নাম উল্লেখ করতে হয় সেক্ষেত্রে আউটলাইন ম্যাপটি সম্পূর্ণভাবে সঠিক না হলেও কোনও অসুবিধে নেই।

আরও পড়ুন: মাধ্যমিক ইংরেজিতে ভয়েস চেঞ্জের ভয় কাটান, উপায় দিলেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক 

মাধ্যমিক পরীক্ষার আগে নির্দিষ্ট কতগুলি বিদ্রোহের এলাকা, নির্দিষ্ট কতগুলি জায়গা, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত যে সমস্ত অঞ্চলগুলি ছিল সেই জায়গাগুলি মাথায় রেখে ম্যাপ পয়েন্টিং অভ্যাস করতে হবে। ম্যাপ না দেয়া যদি অপরাধ হয় ভুল ম্যাপ দেওয়া তার থেকেও বড় অপরাধ তাই সঠিক না জেনে ম্যাপ পয়েন্টিং না করাই ভাল। পেন্সিল দিয়ে ম্যাপ আঁকতে হবে এবং পয়েন্টিং করার পর সেটিকে পেন দিয়ে আন্ডারলাইন করে নির্দিষ্ট করে দিতে হবে, এমনটাই জানিয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের ইতিহাসের শিক্ষক সুকান্তময় নন্দী।

নীলাঞ্জন ব্যানার্জি

Published by:Raima Chakraborty
First published:

Tags: Madhyamik 2023, Madhyamik Exam 2023