Madhyamik 2023: মাধ্যমিক ইংরেজিতে ভয়েস চেঞ্জের ভয় কাটান, উপায় দিলেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Madhyamik 2023: অ্যাক্টিভ থেকে প্যাসিভ আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ভয়েস চেঞ্জের ভয়ে জর্জরিত আপনি? চিন্তার কিছু নেই। জানুন
বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতী ছাত্ররা, তাঁদেরই একজন ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়। তাঁর মুখ থেকে সরাসরি জানুন কী ভাবে ঘুরিয়ে দেওয়া ভয়েস চেঞ্জ সহজেই করে ফেলা যাবে।
অ্যাক্টিভ থেকে প্যাসিভ আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ভয়েস চেঞ্জ-এর ভয়ে জর্জরিত আপনি? চিন্তার কিছু নেই। বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজির শিক্ষকের থেকে জানুন সহজ উপায়। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমেই মাথায় রাখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। কিছু কিছু সহজ ভয়েস চেঞ্জ খুব সহজেই সাবজেক্ট এবং অবজেক্ট নির্ধারণ করা যায়। কিন্তু সমস্যা হয় তখনই যখন ঘুরিয়ে দেওয়া হয় প্রশ্ন।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক
তবে চিন্তার কোনও কারণ নেই। মাথা ঠান্ডা রেখে নিজের ইংরেজির ভিত মজবুত করে সামনের বাক্যটিকে অবজার্ভ করলেই বোঝা যাবে অবজেক্ট, এমনটাই মত বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজির শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়ের। তিনি আরও বলেন যে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট নির্ধারণ করতে পারলেই কেল্লাফতে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 1:28 PM IST