Madhyamik Exam 2023: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Madhyamik Exam 2023: অঙ্কের মতো জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানেও ছাঁকা নম্বর পাওয়া যায়।
হুগলি: সামনেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় বসতে চলেছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। সেই পরীক্ষায় যে ছাত্র যত ভাল পড়াশোনা করবে অবশ্যই তাঁদের ফলাফল সে অনুযায়ী আসবে। তবে মাধ্যমিকে একটু বেশি নম্বর কীভাবে আসবে তার কিছু স্মার্ট টিপস রয়েছে, যা ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতায় ব্যবহার করলে অনায়াসে শিক্ষক-শিক্ষিকাদের থেকে বাড়তি নম্বর পেতে পারেন।
আজকের বিষয় জীবন বিজ্ঞান। কীভাবে তা সম্ভব হবে তাই নিয়ে বাড়তি প্রশিক্ষণ দিয়েছেন উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক অরূপ রতন দে। অঙ্কের মতো জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানেও ছাঁকা নম্বর পাওয়া যায়। তার জন্য পরীক্ষার উত্তরপত্র লেখার সময় মনে রাখতে হবে কয়েকটি টিপস।
আরও পড়ুন: কুয়াশার চাদরে মোড়া সকাল, দিন গড়াতেই বিরাট হাওয়া বদল পুরুলিয়ায়! দেখুন
১. প্রশ্নের প্রথম ১৫ টি প্রশ্ন সঠিক উত্তর নির্বাচনে এমসিকিউ থাকে। সেখানে অনায়াসেই ১৫ পাওয়া যেতে পারে যদি ছাত্রছাত্রীরা সঠিক উত্তর লিখতে পারে। একই সঙ্গে এমসিকিউ উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে। কিছু ক্ষেত্রে দেখা যায় ছাত্র-ছাত্রীরা এমসিকিউর একই প্রশ্নের বিভিন্ন আলাদা পাতায় বিভিন্ন উত্তর লিখে রাখে। ছাত্র ছাত্রীরা অনেকেই মনে করবে যে কোন একটা সঠিক হবে সে থেকে নাম্বার পাওয়া যাবে তবে তা একদমই ভুল। সে ক্ষেত্রে খাতা দেখার নিয়ম অনুযায়ী খাতায় প্রথম যে উত্তরটা ছাত্র লিখবে তাকেই তার উত্তর বলে গ্রহণ করা হবে। অতএব একই প্রশ্নের চারটি অপশন খাতার বিভিন্ন পাতায় আলাদা আলাদা করে লিখলে ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র সময় নষ্ট হবে। তাই তা না করে সঠিক উত্তরটি পূর্ণ বাক্যে লেখা উচিত এবং সমস্ত এমসিকিউ উত্তর খাতার একই পৃষ্ঠায় রাখার চেষ্টা করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভুল 'মাস্টারের' হাত ধরে হাতেখড়ি রাজ্যপালের? বিজেপির তীক্ষ্ণ তিরে পাল্টা আসরে তৃণমূলও!
২. উত্তরপত্রে টু দা পয়েন্ট উত্তর লিখতে হবে। যেমন ভাবে প্রশ্নপত্রে বলে দেওয়া হয়েছে ঠিক তা ফলো করে যদি উত্তর লেখা হয় তাহলে কম শব্দের মধ্যে সঠিক উত্তর লিখলে যেমন ছাত্র-ছাত্রীদের সময় বাঁচবে তেমনি শিক্ষকরা ও ছাত্র-ছাত্রীদের খাতা দেখে তার সেই বিষয় সম্বন্ধে তার দক্ষতার অনুমান করতে পারবেন। তাহলে পরীক্ষার খাতায় একটু বাড়তি নম্বর পাওয়ার চান্স বেশি থাকে।
advertisement
৩. পরীক্ষার খাতায় ছবি আঁকার জন্য অবশ্যই পেন্সিলের ব্যবহার করা উচিত। কিছু ক্ষেত্রে খাতাটিতে যদি আড়াআড়ি ভাবে ছাত্রছাত্রীরা তার মধ্যে ডায়াগ্রাম আকে তাহলে তা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে জীবন বিজ্ঞানে আকার ছবির চিহ্নিতকরণের প্রত্যেকটি যেন একই দিকে হয়। ছবিকে অলংকৃত করার জন্য অতিরিক্ত পরিমাণে পেন্সিলের শেড দেওয়ার কোনও প্রয়োজন নেই।
advertisement
এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি তৈরি হয়। বেশি মাত্রায় পেন্সিলের শেড দিলে খাতার চাপে তা কালো হয়ে যাবার সম্ভাবনা থাকে।
সব থেকে বিশেষ আগে যে ধরনের প্রশ্ন হত, সেই ধরনের প্রশ্নের ধাঁচ বর্তমান সময়ে বদলে গিয়েছে। এখন বেশিরভাগ প্রশ্নই থাকে বোধমূলক। যেখানে শুধুমাত্র মুখস্ত করে নয় যদি সাবজেক্টকে বুঝে পড়া হয় তাহলে অনায়াসেই ভাল ফল করা যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষক মহাশয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 1:21 PM IST