প্রতিবছর কার্তিক মাসে অমাবস্যায় মন্দির প্রাঙ্গনে লক্ষ , লক্ষ ভক্তের সমাগম হয়। পুজো উপলক্ষে প্রায় এক সপ্তাহ ধরে চলে মেলা। বলি প্রথা প্রচলিত আছে এই মন্দিরে। রাজ্যের বিখ্যাত কালীপুজোগুলির মধ্যে অন্যতম পুরুলিয়ার রঘুনাথপুরের মৌতড় কালী।
আরও পড়ুন: সাধক রামপ্রসাদের গুরুর প্রতিষ্ঠিত এই মন্দিরে কালীপুজোয় ভিড় জমায় হাজারো ভক্ত! পুজো শুরুর রীতিও অভিনব
advertisement
মন্দিরের এক সেবাইত বলেন , “তারাপীঠের নিয়ম অনুসারে তন্ত্রমতে পুজো হয় এই মন্দিরে। মহানিশাতে পুজো আরম্ভ হয় এখানে। রাত তিনটে পর্যন্ত চলে পুজো। তারই মধ্যে হোম , ভোগ, আরতি সবই সম্পন্ন হয়। তারি মাঝে একনাগারে বলি হতে থাকে। বর্তমানে মায়ের শিলা মুর্তি রয়েছে মন্দিরে তাই এই মূর্তি বিসর্জিত হয় না। সেই কারণেই বিসর্জনের দিন মহাসমারহে একটি উৎসবের আয়োজন করা হয়।”
আরও পড়ুন: ৬৫ ফুট লম্বা কালী প্রতিমা! শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবের মেজাজ মন্দিরবাজারে
ভিন রাজ্য ও ভিন জেলা থেকেও বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন মানত পূরণের আশায়। মৌতড়ের পঞ্চমুণ্ডী আসনের উপর প্রতিষ্ঠিত এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল , দুর্গাপুজোর অষ্টমীর দিন বাদ দিয়ে বছরের প্রতিদিনই এখানে বলি হয়। আর কার্তিক মাসের অমাবস্যার কালীপুজোর রাতে বলি দেওয়া শুরু হয় , তা চলে পরেরদিন দুপুর পর্যন্ত। কাতারে , কাতারে মানুষের ঢল নামেতে দেখা যায় এই মন্দিরে। চলে দণ্ডী কাটা। মন্দির চত্বরে ঘিরে ফেলা হয় কড়া পুলিশি নজরদারিতে।
শর্মিষ্ঠা ব্যানার্জি





