এ বিষয়ে ঝালদা পুরসভার পুর প্রধান শিলা চট্টোপাধ্যায় জানান, ঝালদার মানুষদের জন্যই তাঁর এই যোগদান। কংগ্রেস পরিচালিত বোর্ডে ঝালদার মানুষদের জন্য কাজ করতে গিয়ে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। এর জন্যই তৃণমূলে যোগদান করেছেন, যাতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে পারেন ও ঝালদার মানুষদের পাশে দাঁড়াতে পারেন।
advertisement
এ বিষয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি সুশান্ত মাহাত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই কংগ্রেসের চার কাউন্সিলর সহ নির্দল পুর প্রধান তৃণমূলের যোগদান করলেন। দলীয় সমস্ত নির্দেশ মেনে আমরাও তাঁদের গ্রহণ করলাম। এদের তৃণমূলের হাত আরও অনেকটা শক্ত হল।’’
ঝালদা পুরসভার দখল ঘিরে দীর্ঘদিন ধরেই ছিল জল্পনা। তৈরি হয়েছিল আইনি জটিলতা। নির্দল পুরপ্রধান হয়ে শিলা চট্টোপাধ্যায় বোর্ড গঠন করে ঝালদাবাসীদের জন্য কাজ করে গিয়েছেন। অবশেষে তিনি কংগ্রেসের চার কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করলেন।
যোগদানকারীদের হাতে এদিন তাদের তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এই রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেসের চার কাউন্সিলরের নাম মিঠুন কান্দু , বিজয় কান্দু , পিন্টু চন্দ্র ও সোমনাথ (রঞ্জন) কর্মকার।
শমিষ্ঠা ব্যানার্জি