Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে এবার সরাসরি টক্কর! বিধানসভায় প্রস্তাবের দিনই রাজভবনে শুভেন্দু অধিকারী
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্য সরকারের তরফ থেকে গত কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য তারিখের সন্ধান চলছিল। সম্প্রতি নবান্ন সভাঘরে হওয়া বৈঠকে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য একাধিক দিন উঠে আসে। যার মধ্যে বেশিরভাগ জনই ১লা বৈশাখের দিনটির পক্ষে রায় দেন। পশ্চিমবঙ্গ দিবসের দিন পালনের পাশাপাশি কোন গান রাজ্যসঙ্গীত হতে পারে তার প্রস্তাবও আগামিকাল গৃহীত হতে পারে বলেও মনে করা হচ্ছে।
কলকাতা: বাংলার নতুন বছরের শুরুতেই কি নতুন উৎসব পাবে বাংলা? রাজ্য সরকারের তরফে কোন দিনকে বেছে নেওয়া হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের জন্য? সব প্রশ্নের উত্তর আগামিকাল, বৃহস্পতিবারই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। কারণ এদিনই এই সংক্রান্ত প্রস্তাব বিধানসভায় পেশ হতে পারে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন। যদিও সেই বৈঠকে গরহাজির থেকেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম। আর সেই প্রস্তাব পেশের দিনেই বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে থাকবেন বিজেপির অন্য বিধায়করা। অন্তত তেমনটাই খবর রাজভবন সূত্রের।
আরও পড়ুন: ফের তৃণমূলের দখলে ঝালদা পুরসভা! ঘাসফুলে ৫ কাউন্সিলর, ‘সর্বভূক রাজনীতি’ বলে কটাক্ষ করলেন অধীর
সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টের সময় প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি বিধায়কেরা রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন। ইতিমধ্যেই রাজভবনের কাছ থেকে সময় চাওয়া হয়েছে বলেই রাজভবন সূত্রে খবর। রাজ্যপাল সেই সময়ও দিয়েছেন বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
রাজ্য সরকারের তরফ থেকে গত কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য তারিখের সন্ধান চলছিল। সম্প্রতি নবান্ন সভাঘরে হওয়া বৈঠকে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য একাধিক দিন উঠে আসে। যার মধ্যে বেশিরভাগ জনই ১লা বৈশাখের দিনটির পক্ষে রায় দেন। পশ্চিমবঙ্গ দিবসের দিন পালনের পাশাপাশি কোন গান রাজ্যসঙ্গীত হতে পারে তার প্রস্তাবও আগামিকাল গৃহীত হতে পারে বলেও মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ‘আদর্শগত’ পার্থক্য! সদস্য থাকা ‘অসম্ভব’, এক রাশ ক্ষোভ জানিয়ে বিজেপি ছাড়লেন নেতাজির নাতি চন্দ্র বসু
সম্প্রতি গত ২০ জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানতে নারাজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ফোনে অনুরোধ জানিয়ে ও পরে চিঠি লিখে রাজ্যপালকে এই আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল। তা নিয়ে সম্প্রতি নবান্ন সভা ঘরে হওয়া বৈঠকে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সেদিনের সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বণিক সভার প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিকরাও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে তাঁদেরও মতামত নেওয়া হয় ওই দিনের বৈঠকে। পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে একাধিক মতামত উঠে হলেও এখন দেখার বিধানসভায় কী প্রস্তাব উঠে আসে বৃহস্পতিবার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 06, 2023 11:00 PM IST