TRENDING:

Purulia News: তৃণমূলে যাওয়ার পর প্রথম পুরসভায় ঝালদার শিলা, ঘটালেন সমস্ত জল্পনার অবসান

Last Updated:

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দেওয়ার পর শনিবার প্রথম ঝালদা পুরসভায় এলেন পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বহু টানাপোড়েনের পর ঝালদা পুরসভার দখল নিয়েছে তৃণমূল। পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় সহ কংগ্রেসের পাঁচ কাউন্সিলর একযোগে তৃণমূলে যোগ দেন। বুধবার তৃণমূলের পুরুলিয়া জেলা নেতৃত্ব তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কিন্তু যোগদানের পরের দিন পুরসভায় পুরপ্রধান সহ পাঁচ কাউন্সিলর ও পুরপ্রধানের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। যদিও শনিবার ঝালদা পুরসভায় নিজের দফতরে হাজির হয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন খোদ শিলা চট্টোপাধ্যায়। তিনি জানান, মানুষের উন্নয়ন করার জন্যই তৃণমূলে যোগদান করেছেন। ‌ নিজেকে বর্তমানে সম্পূর্ণরূপে তৃণমূল কর্মী বলেও দাবি করেন। তাঁদের শাসক দলে এই যোগদানের ফলে আগামী দিনে ঝালদার মানুষের অনেক উপকার হবে বলেও তিনি মন্তব্য করেন।
advertisement

আরও পড়ুন: এই নিয়ম মেনে ড্রাগন চাষ করলেই হবেন লাখপতি!

শিলা চট্টোপাধ্যায় বলেন, ঝালদার মানুষদের জন্য আগামী দিনে পানীয় জল, বাসস্থান, হাসপাতাল ও বাসস্ট্যান্ড করার আবেদন রেখেছি মুখ্যমন্ত্রীর কাছে। মানুষের উন্নয়নের জন্যই যা যা প্রয়োজন সবটাই করা হবে।

উল্লেখ্য, ঝালদা পুরসভা নিয়ে দীর্ঘদিন ধরেই নানান টানাপোড়ে চলছিল। তৈরি হয়েছিল আইনি জটিলতা। ‌ তবে পুরপ্রধান সহ কংগ্রেসের ৫ কাউন্সিলর দলে যোগ দেওয়ায় শেষ পর্যন্ত ঝালদার দখল ফিরে এসেছে তৃণমূলের হাতে। তবে শিলা চট্টোপাধ্যায়ের তৃণমূলের যোগ দেওয়া নিয়েও নানান প্রশ্ন উঠেছিল, দেখা দিয়েছিল বিতর্ক। তবে সমস্ত কিছু ফুৎকারে উড়িয়ে শনিবার স্বয়মহিমায় তিনি পুরসভায় দেখা দিলেন। রাজনৈতিক মহলের ধারণা, এর ফলে আপাতত ঝালদা নিয়ে বিতর্ক থামবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: তৃণমূলে যাওয়ার পর প্রথম পুরসভায় ঝালদার শিলা, ঘটালেন সমস্ত জল্পনার অবসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল