আরও পড়ুন: এই নিয়ম মেনে ড্রাগন চাষ করলেই হবেন লাখপতি!
শিলা চট্টোপাধ্যায় বলেন, ঝালদার মানুষদের জন্য আগামী দিনে পানীয় জল, বাসস্থান, হাসপাতাল ও বাসস্ট্যান্ড করার আবেদন রেখেছি মুখ্যমন্ত্রীর কাছে। মানুষের উন্নয়নের জন্যই যা যা প্রয়োজন সবটাই করা হবে।
উল্লেখ্য, ঝালদা পুরসভা নিয়ে দীর্ঘদিন ধরেই নানান টানাপোড়ে চলছিল। তৈরি হয়েছিল আইনি জটিলতা। তবে পুরপ্রধান সহ কংগ্রেসের ৫ কাউন্সিলর দলে যোগ দেওয়ায় শেষ পর্যন্ত ঝালদার দখল ফিরে এসেছে তৃণমূলের হাতে। তবে শিলা চট্টোপাধ্যায়ের তৃণমূলের যোগ দেওয়া নিয়েও নানান প্রশ্ন উঠেছিল, দেখা দিয়েছিল বিতর্ক। তবে সমস্ত কিছু ফুৎকারে উড়িয়ে শনিবার স্বয়মহিমায় তিনি পুরসভায় দেখা দিলেন। রাজনৈতিক মহলের ধারণা, এর ফলে আপাতত ঝালদা নিয়ে বিতর্ক থামবে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 6:56 PM IST