Uttar Dinajpur News: এই নিয়ম মেনে ড্রাগন চাষ করলেই হবেন লাখপতি!

Last Updated:

নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ড্রাগন ফল চাষ করলে বিপুল মুনাফা হবে, লাখপতি হয়ে উঠবেন কৃষক

+
title=

উত্তর দিনাজপুর: জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ‘চোপড়া কৃষি বিজ্ঞান’ কেন্দ্রে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে এই চাষ করে কৃষকরা এখন অনেক লাভবান হচ্ছেন।ড্রাগন চাষে কিছু পদ্ধতিতে মেনে চললে ভাল মানের ড্রাগন ফল পাওয়া যায়। তা থেকে যথেষ্ট মুনাফা হয়।
কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ধনঞ্জয় মণ্ডল বলেন, উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে চারা নিয়ে গিয়ে জেলার অনেক কৃষক এখন ড্রাগন চাষ শুরু করেছেন। ড্রাগন চাষ করতে গেলে সবচেয়ে যেটা জরুরি তা হল গাছকে প্রয়োজন মত খাবার দেওয়া। জল খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু খাবারটা সব সময় দিতে হবে। দুই রকমভাবে খাবার দেওয়া যেতে পারে। জৈব পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতি অপরদিকে রাসায়নিক পদ্ধতিতে খাবারের যোগান দিয়ে ড্রাগন চাষ করা যায়। রাসায়নিক সার দিয়ে যারা ড্রাগন চাষ করবেন তাঁদের পটাশ এবং ফসফরাস সার দিতে হবে। যারা জৈব পদ্ধতিতে চাষ করবেন তাঁদেরকে ভার্মি কম্পোস্ট এবং পাতা পচা সার দিতে হবে। আর যারা প্রাকৃতিক উপায়ে এই চাষ করতে চান তাঁদেরকে ঘনজীবামৃত স্প্রে করতে হবে।
advertisement
advertisement
ড্রাগন গাছে প্রায় দেড় বছর পর ফল আসে। আগাছা অপসারণ করে নিয়মিত সেচ প্রদান করতে হবে ড্রাগন গাছে। গাছ একটু বড় হলেই চারার মাঝে সিমেন্টের লম্বা খুঁটি করতে হবে। গাছ বড় হলে খড় বা নারকেলের রশি দিয়ে বেঁধে দিতে হবে যাতে কান্ড বের হলে খুঁটিকে আঁকড়ে ধরে গাছ সহজে বাড়তে পারে। প্রতিটি খুঁটির মাথায় একটি করে মোটরসাইকেলের পুরানো টায়ার মোটা তারের সাহায্যে আটকে দিতে হবে। তারপর গাছের মাথা ও অন্যান্য ডগা টায়ারের ভেতর দিয়ে বাইরের দিকে ঝুলিয়ে দিতে হবে। এই কিছু কিছু নিয়ম মেনে চললে ড্রাগন চাষ করে ভাল লাভের মুখ দেখবেন চাষিরা।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: এই নিয়ম মেনে ড্রাগন চাষ করলেই হবেন লাখপতি!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement