Bankura News: অঙ্গনওয়াড়ির খাবারই নাকি পরিপূর্ণ খাবার! বললেন আধিকারিক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
সেপ্টেম্বর 'সু-পুষ্টি মাস' হিসেবে পালিত হচ্ছে। কী করলে সহজে পুষ্টির সমস্যা দূর হবে তার দিশা দেখালেন সরকারি আধিকারিকরা
বাঁকুড়া: ‘সু-পুষ্টি মাস’ হিসেবে পালিত হচ্ছে সেপ্টেম্বর। তারই তোড়জোড় চলছে বাঁকুড়া জেলায়। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এদিন কন্যাশ্রী ভবনে, বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কীভাবে একদম স্বল্পমূল্যে সব রকম পুষ্টির যোগান দেওয়া যায়, গর্ভবতী মায়েদের কোন খাবার খাওয়া উচিত, ৬ মাস বা তার থেকে ছোট শিশুরা কী খাবার খেলে পুষ্টি সম্পূর্ণ হবে এই সব প্রশ্ন সব সময় তাড়া করে বেড়ায় সাধারণ মানুষকে। এদিনের আলোচনা সভায় সেই প্রশ্নগুলো নিয়েই বিস্তারিত কথা হয়।
আরও পড়ুন: ৩০ কিলোমিটারে দূরত্ব কমতে কমতে মাত্র ২০০ মিটার! ধেয়ে আসছে গঙ্গা, তলিয়ে যাওয়ার মুখে প্রাচীন স্কুল
বাঁকুড়া জেলা প্রশাসনের নারী ও শিশু বিকাশ সমাজকল্যাণ দফতরের যৌথ উদ্যোগে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় জেলা প্রশাসনের আধিকারিকরা সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ছিলেন বিভিন্ন ব্লকের সিডিপিও, সুপারভাইজার, আইসিডিএস দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। লক্ষ্য নেওয়া হয়েছে গোটা সেপ্টেম্বর মাসজুড়ে বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি সচেতনতা এবং কী কী পুষ্টিকর খাবার সহজেই খাওয়া যায় তা নিয়ে সকলকে বোঝানো হবে।
advertisement
advertisement
জেলা প্রকল্প আধিকারিক (আইসিডিএস) নীলাঞ্জন মুখার্জি জানান, নারী ও শিশু বিকাশ সমাজকল্যাণ দফতরের উদ্যোগে এই আলোচনা সভার মাধ্যমে কীভাবে তাঁরা গ্রামে গ্রামে মানুষকে খাদ্যে পুষ্টি ও সুস্বাস্থ্য থাকার এবং বাল্যবিবাহের বিরুদ্ধে মানুষকে বোঝাবেন তা নিয়ে আলোচনা হয়। তিনি জানান, অঙ্গনওয়াড়ির খাবারে সুষম পুষ্টি থাকে।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 6:14 PM IST