পুরুলিয়াতে এই প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ছেলেদের রূপচর্চার ব্যবস্থা করা হল। পুরুলিয়া শহরের রাচি রোডে দুলালের চায়ের দোকানের নিকটেই খোলা হয়েছে একটি অত্যাধুনিক মানের সেলুন। এই সেলুনে রয়েছে হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ মেশিন, একইসঙ্গে পেডিকিওর উইথ ব্যাক ম্যাসাজ মেশিন। পাশাপাশি মেশিনের মাধ্যমে হাইড্রফিশিয়াল ফেসিয়ালেরও ব্যবস্থা করা হয়েছে।
advertisement
পুরুলিয়াতে এই ধরনের উন্নত মানের সেলুন নেই। এই প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রূপচর্চার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সেলুন কর্তৃপক্ষ জানিয়েছেন , পুরুলিয়া শহরে এই ধরনের উন্নত মানের মেশিন দিয়ে ছেলেদের রূপসজ্জা আগে করা হয়নি। এতে অনেকটাই উপকৃত হবেন সকলে।
আরও পড়ুন: রাতে ঘরের বাইরে থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ! দেখতে গিয়েই হয়ে গেল চরম সর্বনাশ
পুরুষ হোক কিংবা মহিলা। নিজেকে সুন্দর রাখতে কেনা পছন্দ করে। তাই বর্তমানে মেয়েদের পার্লারের পাশাপাশি ছেলেদের সেলুনের যথেষ্ট ভিড় দেখতে পাওয়া যায়। পুজোর আগে পুরুলিয়াতে এই নয়া চমকে অনেকটাই উৎসাহিত জেলার যুবকেরা।
শমিষ্ঠা ব্যানার্জি