TRENDING:

Purulia News : মাঠ পাল্টাতে গিয়ে তৈরি হচ্ছে জটিলতা!

Last Updated:

সরকারি নির্দেশিকা অনুযায়ী এটিম গ্রাউন্ডের হার স্থানান্তরিত হয়েছে নেতাজি দৈনিক হাটে। জানিয়ে একাংশের সুবিধা হলেও সমস্যার মধ্যে রয়েছে অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ মহাকুমা হল রঘুনাথপুর। রঘুনাথপুর শহরকে শিল্প শহরও বলা হয়ে থাকে। এই রঘুনাথপুর শহরের গুরুত্বপূর্ণ মাঠ হল এটিম গ্রাউন্ড। রঘুনাথপুরের ঐতিহ্য বহন করে এই এটিম গ্রাউন্ড। দীর্ঘ প্রায় দু-বছর আগে থেকে অর্থাৎ করোনা সময়কাল থেকে এই এটিম গ্রাউন্ডে দৌনিক হাট বসত। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এটিম গ্রাউন্ডে দৈনিক হাট বসানোর পরিকল্পনা নিয়েছিল রঘুনাথপুর পৌরসভা।
advertisement

আরও পড়ুন Hooghly News: স্ত্রীর জন্য পড়েছিলেন বিপাকে, শেষ পর্যন্ত জয় হল পছন্দের আর্জেন্টিনারই

কিন্তু তার ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হত সাধারণ নাগরিক সহ স্কুলের পড়ুয়াদের।‌ বারং বার বিষয়টি নিয়ে সরব হয়েছিল এলাকাবাসী থেকে রঘুনাথপুর শহর কংগ্রেস নেতৃত্ব। এসডিও ও চেয়ারম্যানের দারস্ত হয়েছিল তারা। অতঃপর রঘুনাথপুরের এসডিওর নির্দেশে এটিম গ্রাউন্ডের হাটকে নেতাজি দৈনিক হাটে স্থানান্তরিত করা হয় ১৮ই ডিসেম্বর থেকে।‌ সেই নির্দেশিকা মতই গত ১৮ই ডিসেম্বর থেকে ব্যবসায়ীরা নেতাজি দৈনিক হাটে বসছেন। কিন্তু নেতাজি দৈনিক হাটের আয়তন ছোট হওয়ায় অনেক ব্যবসায়ীরা সেখানে জায়গা পাচ্ছেন না সেই নিও ক্ষোভ জন্মেছে তাদের মধ্যে। তাদের অনেকেই প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তারা চরম আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

advertisement

আরও পড়ুন Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে

যে সকল ব্যবসায়ীরা এটিম গ্রাউন্ডের হাট থেকে এসে নেতাজি দৈনিক হাটে ব্যবসা করছেন তাদের দাবি, নতুন করে এসে এই জায়গায় ব্যবসা করায় বিক্রির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। অনেক ব্যবসায়ী জায়গার অভাবে আসতেও পারেনি।অপরদিকে ক্রেতাদের বক্তব্য, বিদ্যালয়ের মাঠ ছাত্র-ছাত্রীদের জন্যই বরাদ্দ থাকা ভালো। নেতাজি দৈনিক হাটে যদি সকলেই ব্যবসা করতে পারে তাহলে আরও ভালো হয়। এরই পাশাপাশি পার্কিং স্ট্যান্ড তৈরি করার দাবি রাখেন তারা।এটিম গ্রাউন্ডের হাট নেতাজি হাটে স্থানান্তরিত হওয়ায় আগামী দিনে মানুষের কতখানি সুবিধা হবে তা সময় বলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : মাঠ পাল্টাতে গিয়ে তৈরি হচ্ছে জটিলতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল