TRENDING:

Panchayat Election 2023: পাথুরে গ্রামের জল সঙ্কট মেটাতে অভিনব পদক্ষেপ! পাঁচ বছরের মার্কশিট কেমন পুরুলিয়ার এই গ্রামের

Last Updated:

পুরুলিয়া শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ছড়রা দুমদুমি পঞ্চায়েত। ৯ টি বড় গ্রাম নিয়ে গঠিত এই পঞ্চায়েত। প্রায় ১৩০০ ভোটার আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে। আর তাকে কেন্দ্র করেই তেতে উঠেছে বাংলার রাজনীতি। বেশ কিছু জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে নিউজ ১৮ লোকাল ঢুঁ মারল ছড়রা দুমদুমি পঞ্চায়েতে। গত পাঁচ বছরে সেখানে উন্নয়নের কাজ কেমন হয়েছে খোঁজ নিলাম আমরা।
advertisement

আরও পড়ুন: আট থেকে আশি ভিড় করছে স্পোকেন ইংলিশ শিখতে! এখানে ব্যাপারটা কী

পুরুলিয়া শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ছড়রা দুমদুমি পঞ্চায়েত। ৯ টি বড় গ্রাম নিয়ে গঠিত এই পঞ্চায়েত। প্রায় ১৩০০ ভোটার আছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল, গত ৫ বছরে গ্রামের বেশিরভাগ মাটির রাস্তা পাকা হয়েছে। পানীয় জলের সমস্যাও মিটেছে অনেকটা। গোটা গ্রাম পাথুরে এলাকা হওয়ায় গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বিকল্প হিসেবে জায়গায় জায়গা সোলার পাম্প বসিয়ে গ্রামের জলের সমস্যা দূর করার চেষ্টা হয়েছে।

advertisement

পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ প্রসঙ্গে উপপ্রধান মনোরঞ্জন দেওঘরিয়া বলেন, পঞ্চায়েতের ক্ষমতা অনুসারে ছড়রা পঞ্চায়েতে যথেষ্ট কাজ হয়েছে। যেটুকু কাজ বাকি আছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে তাও হয়ে যাবে। গ্রামে আরও কিছু নলকূপ বসানোর কাজ চলছে। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে মোটের উপর খুশি গ্রামবাসীরাও। যদিও এখানে বিরোধীপক্ষ যথেষ্ট শক্তিশালী। ফলে ভোটের ব্যালট বক্সে লড়াইটা বেশ জোরদার হবে বলেই মনে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Panchayat Election 2023: পাথুরে গ্রামের জল সঙ্কট মেটাতে অভিনব পদক্ষেপ! পাঁচ বছরের মার্কশিট কেমন পুরুলিয়ার এই গ্রামের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল