আরও পড়ুন: আট থেকে আশি ভিড় করছে স্পোকেন ইংলিশ শিখতে! এখানে ব্যাপারটা কী
পুরুলিয়া শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ছড়রা দুমদুমি পঞ্চায়েত। ৯ টি বড় গ্রাম নিয়ে গঠিত এই পঞ্চায়েত। প্রায় ১৩০০ ভোটার আছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল, গত ৫ বছরে গ্রামের বেশিরভাগ মাটির রাস্তা পাকা হয়েছে। পানীয় জলের সমস্যাও মিটেছে অনেকটা। গোটা গ্রাম পাথুরে এলাকা হওয়ায় গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বিকল্প হিসেবে জায়গায় জায়গা সোলার পাম্প বসিয়ে গ্রামের জলের সমস্যা দূর করার চেষ্টা হয়েছে।
advertisement
পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ প্রসঙ্গে উপপ্রধান মনোরঞ্জন দেওঘরিয়া বলেন, পঞ্চায়েতের ক্ষমতা অনুসারে ছড়রা পঞ্চায়েতে যথেষ্ট কাজ হয়েছে। যেটুকু কাজ বাকি আছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে তাও হয়ে যাবে। গ্রামে আরও কিছু নলকূপ বসানোর কাজ চলছে। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে মোটের উপর খুশি গ্রামবাসীরাও। যদিও এখানে বিরোধীপক্ষ যথেষ্ট শক্তিশালী। ফলে ভোটের ব্যালট বক্সে লড়াইটা বেশ জোরদার হবে বলেই মনে হয়।
শমিষ্ঠা ব্যানার্জি