Bankura News: আট থেকে আশি ভিড় করছে স্পোকেন ইংলিশ শিখতে! এখানে ব্যাপারটা কী

Last Updated:

জেথ্রিএস স্পোকেন ইংলিশ ট্রেনিং সেন্টার হল বাঁকুড়ার সেই অবাক করা স্পোকেন ইংলিশ শেখানোর জায়গা।

+
title=

বাঁকুড়া: চক্ষু লজ্জার ভয়ে জনসমক্ষে অনেকেই ইংরেজিতে কথা বলতে ইতস্তত করেন। শিক্ষিতদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যায়। যদিও জানা কথা একটু চেষ্টা করলেই পড়াশোনা জানা ছেলেমেয়েদের পক্ষে ইংরেজি ভাষায় কথা বলা খুব একটা কঠিন কিছু নয়। আর তাছাড়া কর্মজগতে তার প্রয়োজনও পড়ে নানান সময়। আর তাই ভাষার এই জড়তা কাটাতে অনেকেই স্পোকেন ইংলিশ শেখায় ভর্তি হন। কিন্তু জানেন কি বাঁকুড়া শহরে এমন এক স্পোকেন ইংলিশ টিচিং সেন্টার আছে যেখানে আট থেকে আশি সকলেই ইংরেজিতে কথা বলার কৌশল রপ্ত করতে আসেন!
জেথ্রিএস স্পোকেন ইংলিশ ট্রেনিং সেন্টার হল বাঁকুড়ার সেই অবাক করা স্পোকেন ইংলিশ শেখানোর জায়গা। এখানে অত্যন্ত কম খরচে আট থেকে আশি, পুরুষ-মহিলা, গৃহবধূ বা চাকুরীজীবী যে কেউ এসে শিখতে পারেন স্পোকেন ইংলিশ। এই প্রতিষ্ঠানে গ্রুপ করে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেলের গ্রুপ ডিসকাশন চলে প্রতিদিন।
advertisement
advertisement
জেথ্রিএস স্পোকেন ইংলিশ ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা হলেন বাপী সূত্রধর। চাকরি করতে করতে ট্রেনার হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ট্রেনার না হতে পারার খেদ থেকে জন্ম নেয় একটি জেদ। বাঁকুড়ার সাধারণ মানুষও যাতে গড়গড় করে ইংরেজি বলতে পারেন সেই লক্ষ্য নিয়েই শুরু হয় পথ চলা। আজ অনেকটা সময় পেরিয়েছে। জেএসথ্রি এখন সকাল থেকে রাত পর্যন্ত ভরে থাকে ছাত্র-ছাত্রীতে। চ্যাট জিপিটি, ওপেন এআই এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক নিয়ে চলে আলোচনা। এখানেই ট্রেনিং নিতে এসেছিলেন শ্যামলী দে। ইংরেজি বলতে শিখে বর্তমানে তিনি নিজেই প্রশিক্ষণ দিচ্ছেন অন্যান্যদের। এই প্রসঙ্গেই তিনি বলেন, অনেক সময় গৃহবধূরা ইংরেজি ইংরেজি বলতে ইতস্তত করেন। কিন্তু স্পোকেন ইংলিশ জানা থাকলে বর্তমান সময়ের সন্তানকে বড় করে তুলতে সুবিধা হয়।।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: আট থেকে আশি ভিড় করছে স্পোকেন ইংলিশ শিখতে! এখানে ব্যাপারটা কী
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement