আরও পড়ুন: নেপালে সহজে যেতে রাজু বিস্তার কাছে দরবার পর্যটন ব্যবসায়ীদের
ছৌ নাচের পাশাপাশি ছৌ-এর মুখোশের কদরও যথেষ্ট। অনেকে পুরুলিয়া ঘুরতে এসে সংগ্রহ করে নিয়ে যান ছৌ মুখোশ। এই ছৌ মুখোশের জন্য বিখ্যাত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশের চড়িদা গ্রাম। এই গ্রামকে মুখোশ গ্রামও বলা হয়ে থাকে। বিশিষ্ট ছৌ শিল্পী গম্ভীর সিং মুড়ার বাড়িও এখানে। গোটা গ্রাম জুড়েই তৈরি হয় ছৌ মুখোশ। এর কদর শুধু বাংলা বা ভারত নয়, গোটা বিশ্বজুড়ে। আর তাই অপরূপ ভূপ্রকৃতির টানে পুরুলিয়ায় ঘুরতে এসে বেশিরভাগ মানুষ এই ছৌ গ্রামে আসেন।
advertisement
ছৌ শিল্পীদের একসময় প্রবল আর্থিক অনটনের মুখে পড়তে হয়েছিল। কিন্তু ছৌ মুখোশের কদর বাড়ায় এগুলি তৈরি করে অনেকেই আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন। তবে করোনার সময় সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় প্রবল অনটনে পড়েছিলেন এই মুখোশ তৈরির সঙ্গে যুক্ত প্রান্তিক পরিবারগুলো। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটছে। আবার কদর বাড়ছে ছৌ মুখোশের। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানকার শিল্পীরা। তাঁদের আশা আগামী দিনে এই ছৌ মুখোশের চাহিদা আরও বাড়বে।
শমিষ্ঠা ব্যানার্জি