Siliguri News: নেপালে সহজে যেতে রাজু বিস্তার কাছে দরবার পর্যটন ব্যবসায়ীদের

Last Updated:

করোনার সময় নেপালে বন্ধ হয়ে যাওয়া দুটি ইমিগ্রেশন সেন্টার খোলার দাবি জানালেন শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ীরা। এই বিষয়ে তাঁরা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কাছে স্মারকলিপি জমা দেন

+
কাকরভিটা

কাকরভিটা নেপাল বর্ডার

শিলিগুড়ি: পর্যটকদের সুবিধের জন্য নেপালে বন্ধ থাকা ইমিগ্রেশন সেন্টার খোলার প্রস্তাব। নেপালের কাকরভিটা এবং পানিটাঙ্কির ইমিগ্রেশন কেন্দ্র দুটি ভিনদেশের নাগরিকদের জন্য কোভিডের সময় বন্ধ করে দেওয়া হয়। সেই দুই ইমিগ্রেশন কেন্দ্র আবার চালুর দাবি তুললেন উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। পাশাপাশি নেপালের পশুপতিতে নতুন একটি ইমিগ্রেশন কেন্দ্র স্থাপনেরও দাবিও জানানো হয়েছে।
ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (EHTTOA) বিদেশি পর্যটকদের জন্য নেপালে ইমিগ্রেশন কেন্দ্র খোলার এই দাবি স্মারকলিপি আকারে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার হাতে তুলে দেয়। সাংসদ জানিয়েছেন, তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। এদিকে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের দাবি, এই ইমিগ্রেশন সেন্টারগুলো বন্ধ থাকায় হিমালয় পার্শ্ববর্তী এলাকায় বিদেশি পর্যটকের সংখ্যা অনেক কমে গিয়েছে।
advertisement
advertisement
এদিকে, পর্যটন শিল্পের প্রসারে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে বেঙ্গল ট্র্যাভেল মার্ট। শিলিগুড়িতে এই মার্টের উপর তৈরি ব্রোশিয়র উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে সপ্তম বেঙ্গল ট্যাভেল মার্ট। এতে বাংলাদেশ, নেপাল সহ ভারতের বিভিন্ন জায়গার পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা অংশগ্রহণ করবে। বিভিন্ন পর্যটনস্থল ও তার উন্নয়ন নিয়ে এই মার্টে আলোচনা হবে বলে জানা গিয়েছে। মূলত ক্রস বর্ডার ট্যুরিজমের উপর জোর দেওয়া হবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: নেপালে সহজে যেতে রাজু বিস্তার কাছে দরবার পর্যটন ব্যবসায়ীদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement