South 24 Parganas News: আম, লিচু পাকলেই দুর্ভোগে পড়তে হয় বারুইপুরবাসীকে! কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:

আম, লিচু পাকলেই মাথায় হাত পড়ে বারুইপুরের সাধারণ মানুষের। ফল চাষিরা প্রতিদিন সকালে উৎপাদিত ফসল নিয়ে রাস্তা দখল করে বিক্রি করতে বসে যান। ফলে যাতায়াত করতে পারে না গাড়ি, শুরু হয় তীব্র যানজট।

দক্ষিণ ২৪ পরগনা: ভোর হতেই মরসুমি লিচু, আম, জাম, জামরুল নিয়ে রাস্তায় ভিড় চাষিদের। ফুটপাত ছেড়ে কিছুক্ষণের মধ্যেই রাস্তার মাঝখানে উঠে আসে এই বাজার। বারুইপুরের পদ্মপুকুর এলাকায় এই সময় এটাই পরিচিত ছবি। এর জেরে তীব্র যানজট নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে বারুইপুরে। নাকাল হতে হচ্ছে পথচারী থেকে শুরু করে গাড়ি চালকদের। যানজট নিয়ন্ত্রণে দেখা পাওয়া যায় না পুলিসের। এতে আর‌ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। কবে এই পরিস্থিতির সমাধান হবে তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, এই সমস্যা অনেকদিনের। কী করে তা মেটানো যায় চিন্তাভাবনা চলছে।
বারুইপুরে পদ্মপুকুরের সোনারতরীর সামনে থেকে শুরু করে কুলপি রোড এই সময় সকাল থেকেই অবরুদ্ধ হয়ে থাকে যানজটের জেরে। কাছারি বাজার সংলগ্ন কল্যানপুর রোডও বন্ধ হয়ে যায়। এর কারণ বারুইপুরের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকার লিচু, আম, জামরুল, জামের চাষিরা উৎপাদিত ফসল নিয়ে বাজারে বিক্রি করতে বসেন। ঘটনা হল বারুইপুরে এইসব মরশুমি ফলের ব্যপক চাষ হয়। তার জেনেই এমন অবস্থা। ভোর হতেই ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে চাষিরা সাইকেল, গাড়ি, ভ্যানে করে এসে হাজির হয় ফলের বাজারে। রাস্তাতে সেই সময় পথচারীদের সামান্য হেঁটে যাওয়ার জায়গাও থাকে না। রাস্তার দু’ধারেই ফলের ঝুড়ি নিয়ে জমিয়ে বসে যান তাঁরা। সকালে এই পথ দিয়ে স্কুলে যেতে পড়ুয়াদের নাভিশ্বাস ওঠে। রাস্তায় অটো-টোটো, বাস, লরি সব দাঁড়িয়ে পড়ে।
advertisement
advertisement
কয়েক ঘন্টার জন্য রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এই ঘটনার জন্য সাধারন মানুষ ফল চাষিদের দিকে অভিযোগের আঙুল তুলছে। তবে ফল চাষিদের পাল্টা অভিযোগ, বারুইপুরে এতদিনে কোনও ফলের বাজার গড়ে ওঠেনি। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তার উপরে এসে বিক্রি করতে বাধ্য হন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে প্রতিদিন গাড়ি চালকদের সঙ্গে চাষিদের মারামারি বেঁধে যায়। এই ব্যাপারে প্রশাসনের সদর্থক পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন তাঁরা।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আম, লিচু পাকলেই দুর্ভোগে পড়তে হয় বারুইপুরবাসীকে! কারণ জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement