তার পরে আবারও ২৫ লক্ষ টাকা ব্যয় করে ওই চেকড্যামটি সংস্কার করা হয়। কিন্তু বর্ষার সময় আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ফের ৪৫ লক্ষ টাকা খরচ করে সেটি সংস্কার করা হয়। কিন্তু আবারও চেকড্যাম ভেঙে যায়। পরপর ৩ বার চেকড্যাম সংস্কার করার পরেও বেহাল অবস্থায় পড়ে রয়েছে চেকড্যামটি। নিম্নমানের সামগ্রী দিয়ে চেকড্যাম তৈরি করা হয়। ফলে এমন বেহাল অবস্থা হয়ে রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা।
advertisement
আরও পড়ুন: দুয়ারে সরকারের পর দুয়ারে ডাক্তার, পোলবার বাসিন্দাদের চিকিৎসায় শহরের চিকিৎসকরা
আরও পড়ুন: কয়েক দিনের মধ্যে দিঘা যাওয়ার প্ল্যান? দশবার ভাবুন! পরিস্থিতি কিন্তু ভাল নয়, বড় পূর্বাভাস
স্থানীয়দের অভিযোগ, ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মধ্যে দিয়ে এলাকায় চাষের উন্নয়নের জন্যই এই চেকড্যাম তৈরি করা হয়েছিল। কিন্তু চেকড্যাম তৈরির সামগ্রী নিম্নমানের। ফলে বারবার বহু টাকা খরচ করলেও চেকড্যাম নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে চরম বিপাকের মধ্যে পড়তে হচ্ছে এলাকার চাষিদের।
এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় বলেন, বিষয়টি সেচ দফতরের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখা হবে। বিপুল অর্থ ব্যয় করেও কেন বারবার চেকড্যাম নষ্ট হচ্ছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।
শমিষ্ঠা ব্যানার্জি