হুগলি: দুয়ারে সরকার, দুয়ারে পুলিশ, দুয়ারে উকিলের পর আবার দুয়ারে ডাক্তার পরিষেবা। যাতে গ্রামের মানুষরা কলকাতার এক্সপার্ট ডাক্তারদের থেকে চিকিৎসার পরামর্শ পান, তাই জন্যেই আয়োজন করা হল দুয়ারে ডাক্তার পরিষেবার। সম্পূর্ণ বিনামূল্যে গ্রামের মানুষদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির উদ্দেশ্য।
কলকাতার পিজি হাসপাতাল প্রতিষ্ঠা দিবসে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গ্রামের মানুষ পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। তাই তিনি চান, এই হাসপাতালের ডাক্তাররা গ্রামে গিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিক। পিজি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালকেও। তখনই সিদ্ধান্ত হয় গ্রামের মানুষদের জন্যও দুয়ারে পৌঁছে যাবেন ডাক্তাররা।
আরও পড়ুন: দীর্ঘদিন পর মিলেছে স্থায়ী দোকান! খুশি বীরভূমের ব্যবসায়ীরা
আরও পড়ুন: কয়েক দিনের মধ্যে দিঘা যাওয়ার প্ল্যান? দশবার ভাবুন! পরিস্থিতি কিন্তু ভাল নয়, বড় পূর্বাভাস
বুধবার থেকে পোলবায় শুরু হল সেই শিবির। আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে যার উদ্বোধন করেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে অন্যান্য রোগীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান। মূলত হার্ট, ব্রেন-সহ যে সমস্ত চিকিৎসা পরিষেবা সহজে গ্রামীণ ও জেলা হাসপাতালগুলিতে মেলে না, সেই সমস্ত পরিষেবা পাবে এই শিবিরে। আর তাতেই গ্রামের প্রচুর মানুষ আসেন এখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে। আসেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তও। তিনিও স্বাস্থ্য পরীক্ষা করান।
বিধায়ক অসিত মজুমদার বলেন, "মানুষের জন্যই সরকার, সেটা দুয়ারে দরকার হোক বা দুয়ারে ডাক্তার। মানুষকে পরিষেবা দেওয়াটাই সরকারের মুখ্য উদ্দেশ্য। সেই দায়িত্ব পালন করছে সরকার। আমার পায়ের সমস্যা আছে চেন্নাইয়ের অ্যাপোলোতে দেখিয়েছি, কিন্তু পা ঠিক হচ্ছিল না। সে কারণেই অর্থপেডিক ডাক্তার দেখাই। আমি রোগী হিসেবে ডাক্তার দেখিয়েছি।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Duare Doctor, Duare Sarkar, Hooghly news