TRENDING:

Purulia News: রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন অনেক কম বয়সে, সেই বীণার সংসারে এখন চরম দারিদ্র! কেমন আছেন তিনি

Last Updated:

প্রশাসনের কাছে স্থায়ী চাকরি ও পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন বীণা। সন্তান মানুষ করার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হতে চান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: গ্ৰামের রোল মডেল। এক কালে বিরাট নাম ডাক হয়েছিল তাঁর। পেয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের থেকে নিজের কর্মকাণ্ডের জন্য পেয়েছিলেন সম্মান। আজ কেমন আছেন বাঘমুণ্ডির ব্লকের সেরেন্ডি অঞ্চলের বীণা কালিন্দী? প্রাথমিক শিক্ষা চলাকালীন সময়ে অর্থাৎ তাঁর ১২-১৩ বছর বয়সে পরিবারের লোকজন বিয়ে ঠিক করেছিল।  স্কুলের এক শিক্ষক ও শ্রম দফতরের সহযোগিতায় সেই বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন বীণা কালিন্দী। আর তাঁর এই কর্মকাণ্ডের জন্যই তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের হাত থেকে পুরস্কার পেয়েছিলেন তিনি।
advertisement

তৎকালীন সময়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, উচ্চশিক্ষা লাভের পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। ‌সেই সময় অনেকেই বীণার পাশে থাকার আশ্বাস দিয়েছিল। নিজের দেওয়া কথা রেখেছেন তিনি। স্নাতকোত্তর পাশ করার পরেই সংসার জীবনে পা দিয়েছেন বীণা। এক সন্তানের মা।

আরও পড়ুন: ১০ কেজি চাল, ৩ কেজি মাংস, ১৫০ কুকুরের জন্য কত আয়োজন, দম্পতির কাণ্ড চমকে দেবে!

advertisement

আরও পড়ুন: কুয়াশায় আস্ত জাহাজ ধাক্কা মারল নদীর পাড়ে, ভোর রাতে ঘুম ভেঙে কী দেখল কুলপি!

View More

তবে বর্তমানে চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটছে তাঁর। এত খ্যাতি পাওয়ার পরেও কোনও স্থায়ী চাকরি জোটেনি বীণার। তাঁর স্বামী ঝাড়খণ্ডের একটি হোটেলে কর্মরত। সামান্য আয়ে কোনও রকমে সংসার চালাচ্ছেন তিনি। প্রশাসনের কাছে স্থায়ী চাকরি ও পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন বীণা। সন্তান মানুষ করার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হতে চান তিনি।

advertisement

শুধু বীণাই নন, তাঁর প্রতিবেশীও চান প্রশাসন বীণার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক। আগামী দিনে বীণা অনেক মেয়ের জীবনাদর্শ হয়ে উঠবেন বলে আশা।

পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলা পুরুলিয়া। বর্তমানে ধীরে ধীরে শিক্ষার আলোয় সমৃদ্ধ হচ্ছে জেলার সমস্ত গ্রাম। পুরুলিয়ার এই গ্রামগুলির মধ্যেই অন্যতম বাগমুণ্ডির সেরেন্ডি অঞ্চলের ভূরশু গ্রাম। বীণা কালিন্দী সেই গ্রামের রোল মডেল। আগামী দিনে পুরুলিয়া-সহ রাজ্যের মানুষের কাছে বীণার নাম ও কাহিনি ছড়িয়ে পড়ুক, এমনটাই চাইছেন তাঁর শুভানুধ্যায়ীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন অনেক কম বয়সে, সেই বীণার সংসারে এখন চরম দারিদ্র! কেমন আছেন তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল