পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই এই দিনটি পালন করা হয়। মঙ্গলবার জেলা তথ্য সংস্কৃতি দফতরের হলঘরে এই দিনটি উদযাপন করা হয়। শুধুমাত্র ভাষা দিবস উদযাপন নয় , এই দিন পুরুলিয়ার লোকসংস্কৃতির ঐতিহ্য বহন করে চলা নাচনি সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি বই প্রকাশিত হয় মানভূমের নাচনি। এই বইয়ের উদ্বোধন করেন বিশিষ্ট নাচনী শিল্পী পস্তুবালা কর্মকার। মানভূম কালচারাল একাডেমীর পক্ষ থেকে ভাষা দিবসে এই দিনটিকেই বেছে নেওয়া হয় এই বইটি প্রকাশ করার জন্য।
advertisement
আরও পড়ুন: দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান! প্রকাশ্যেই তা স্বীকার করে নিলেন খোদ মন্ত্রী, এবার কী হবে?
শুধুমাত্র বাংলা ভাষায় নয় ভাষা দিবসের এই বিশেষ দিনে বিভিন্ন ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তথ্য সংস্কৃতি দফতরে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নব্যেন্দু মাহালী , মানভূম কালচারাল একাডেমীর সভাপতি হংসেশ্বর মাহাত , কুর্মি ডেভেলপমেন্ট বোর্ডের সভাপতি সুনীল মাহাত সহ বহু বিশিষ্টজনেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি