ইসলামাবাদ : গত প্রায় পাঁচ দশকে বেনজির দ্রব্যমূল্যবৃদ্ধি ও খাদ্যসঙ্কটে আক্রান্ত পাকিস্তান। গত প্রায় কয়েক মাস ধরে চলা এই পরিস্থিতি থেকে মুক্তির লক্ষণ আপাতত কার্যত অধরা। ঋণজর্জরিত পাকিস্তান জুড়ে শুধুই সাধারণ মানুষের হাহাকার। গত ৪৮ বছরে পাকিস্তানে এরকম ভয়ঙ্কর খাদ্যসঙ্কট ও দ্রব্যমূল্যবৃদ্ধি এই প্রথম।
দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে রেহাই পায়নি অত্যাবশ্যকীয় পণ্য তথা শিশুখাদ্য দুধও। পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশ, সে দেশে খুচরো দুধের প্যাকেটের লিটার প্রতি দাম পৌঁছেছে ১৯০ পাক রুপি থেকে ২১০ পাক রুপি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দামও। প্রতি সপ্তাহে এর দাম বাড়ছে গড়ে ৩০ থেকে ৪০ পাক রুপি করে। বর্তমানে সে দেশে ১ কেজি ব্রয়লার চিকেনের দাম ৪৮০ থেকে ৫০০ টাকা।
পাশাপাশি বোনলেস চিকেনও সাধারণ মানুেষর ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। বোনলেস চিকেনের প্যাকেট বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১১০ পাক রুপিতে। ব্রয়লার ও বোনলেস ছাড়া সাধারণ চিকেনের দাম চলছে কেজি প্রতি ৬৫০ থেকে ৭৮০ টাকা। এই পরিস্থিতিতে সাফাই দিয়েছেন দুগ্ধ ও পোল্ট্রি শিল্পের প্রতিনিধিরা। দুগ্ধ শিল্পের প্রতিনিধির অভিযোগ, এক শ্রেণীর অসাধু পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে দুধের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তারা তাদের সংগঠনের সদস্য নয় বলেই ওই প্রতিনিধির দাবি।
আরও পড়ুন : ঐতিহাসিক ও বেনজির সিদ্ধান্ত সৌদি আরবের! প্রথম বার কোনও মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে এই মরুদেশ
অন্যদিকে সিন্ধ পোলট্রি হোলসেলার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কমল আখতার পাকিস্তানি সংবাদমাধ্যমকে জানিয়েছে মাংস বিক্রির আগে মুরগি কেনার সময়েই কেজিপ্রতি দাম পড়ছে ৬০০ পাকিস্তানি রুপি। বিক্রির সময় মাংসের দাম পৌঁছচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।
আরও পড়ুন : প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের পর দিনই বাড়িতে গিয়ে পরিবারের পছন্দ করা তরুণীকে বিয়ে করে সাহিল
দেশ জুড়ে এই পরিস্থিতিতে পাকিস্তানের ধনকুবের বা বিত্তবানরা প্রভাবিত না হলেও নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্রদের। মুক্তির পথ পেতে অপেক্ষা সাধারণ মানুষের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Inflation, Pakistan, Price Hike