Saudi Arabia Space Mission: ঐতিহাসিক ও বেনজির সিদ্ধান্ত সৌদি আরবের! প্রথম বার কোনও মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে এই মরুদেশ

Last Updated:

Saudi Arabia Space Mission: এই প্রথম বার কোনও মহিলা মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিল তারা।

নজিরবিহীন সিদ্ধান্ত সৌদি আরবের (ফাইল ছবি)
নজিরবিহীন সিদ্ধান্ত সৌদি আরবের (ফাইল ছবি)
রিয়াধ : নজিরবিহীন সিদ্ধান্ত সৌদি আরবের। নিজেদের তথাকথিত রক্ষণশীল ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে প্রগতিশীলতার পথে পা রাখতে ঐতিহাসিক পদক্ষেপর করল এই মরুদেশ। এই প্রথম বার কোনও মহিলা মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিল তারা।
ঐতিহাসিক এই প্রকল্পের রূপায়িত করার জন্য বেছে নেওয়া হয়েছে অভিযাত্রী রায়ানা বারনাউইকে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দশ দিন থাকবেন তিনি। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে থাকবেন আরও এক সৌদি মহাকাশচারী আলি আল-করনি। ঠিক কবে থেকে এই অভিযান শুরু হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে চলতি বছরের দ্বিতীয় ভাগে শুরু হতে পারে।
advertisement
advertisement
এই অভিযানের উদ্যোক্তা আন্তর্জাতিক সংস্থা 'অ্যাক্সিয়াম স্পেস'। তাদের পাশে থাকছে সৌদি আরবের একাধিক প্রশাসনিক বিভাগ। মহাকাশ অভিযাত্রী রায়ানা এবং আলিকে মহাকাশযানে পৌঁছে দেওয়া হবে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে। তাঁরা দু’জন ছাড়াও সেখানে থাকতে পারেন পেগি হুইটসন। নাসার প্রাক্তন এই মহাকাশচারীর এটা চতুর্থ মহাকাশ অভিযান হতে চলেছে। পাশাপাশি মহাকাশযানের চালকের আসনে থাকবেন জফ শফনার।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Saudi Arabia Space Mission: ঐতিহাসিক ও বেনজির সিদ্ধান্ত সৌদি আরবের! প্রথম বার কোনও মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে এই মরুদেশ
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement