Viral : বিস্ময়কর! গত ৬০ বছরে একবারও এই কাজটি করেননি এই বৃদ্ধ! তার পরও দিব্যি সুস্থ, সবল

Last Updated:

Viral : তিনি সম্পূর্ণ সুস্থ শারীরিক ও মানসিক দু’দিক থেকেই৷ তাঁর ডায়েটও স্বাস্থ্যসম্মত৷ সাধারণ খাবারের পাশাপাশি তিনি গ্রিন টি এবং ওয়াইন পান করতে খুব ভালবাসেন৷

৮০ বছর বয়সি ওই ভিয়েতনামবাসীর নাম থাই গক
৮০ বছর বয়সি ওই ভিয়েতনামবাসীর নাম থাই গক
রাতে ভাল ঘুম না হলে সারা দিন আমাদের ক্লান্ত লাগে৷ ঝিম ধরা ভাব যেন কাটতেই চায় না৷ কিন্তু জানেন কি ভিয়েতনামের এক বাসিন্দা গত ৬০ বছর ধরে এক মুহূর্তের জন্যেও ঘুমোননি! ১৯৬২ সাল থেকে জেগে থাকা এই ব্যক্তিকে নিয়ে এখন নেটমহল তোলপাড়৷ ৮০ বছর বয়সি ওই ভিয়েতনামবাসীর নাম থাই গক৷ তাঁর দাবি, কয়েক দশক আগে তাঁর যৌবনে এক বার ভয়ঙ্কর জ্বর হয়েছিল৷ তার পর থেকেই তিনি আর ঘুমোতে পারেন না৷
সংবাদমাধ্যমে প্রকাশ, থাইয়ের পরিবারে আছে স্ত্রী এবং সন্তান৷ পরিবারের সদস্য এবং তাঁর বন্ধুবান্ধব ও পড়শিরা কোনওদিনই তাঁকে ঘুমোতে দেখেননি৷ বলা হয়, রাতে ঘুম না হলে শরীর ও স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে৷
কিন্তু বিস্ময়করভাবে থাইয়ের শরীরে সেরকম কোনও লক্ষণই নেই৷ তিনি সম্পূর্ণ সুস্থ শারীরিক ও মানসিক দু’দিক থেকেই৷ তাঁর ডায়েটও স্বাস্থ্যসম্মত৷ সাধারণ খাবারের পাশাপাশি তিনি গ্রিন টি এবং ওয়াইন পান করতে খুব ভালবাসেন৷
advertisement
advertisement
আরও পড়ুন :  এক গা সোনার গয়না, জমকালো শাড়ির উপর সাদা কোট, গলায় স্টেথোস্কোপ, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এলেন নববধূ
নির্ঘুম থাইকে নিয়ে পোস্ট করেছেন ইউটিউবার ড্রিউ বিনস্কি৷ তিনি ভিডিও পোস্ট করেছেন গত ২ ফেব্রুয়ারি৷ ইতিমধ্যেই সেটির ভিউজ ছাপিয়েছে কয়েক লক্ষ৷ তবে কেউ জানেন না, কী করে তিনি না ঘুমিয়ে এত বছর ধরে বহাল তবিয়তে আছেন৷
advertisement
তাঁর রকমসকম দেখে বিস্মিত নেটিজেনরাও৷ এক জন জানিয়েছেন তিনি শৈশবে ঘুমহীন থাই-কে নিয়ে প্রতিবেদন পড়েছিলেন৷ তিনি এখনও সুস্থ সবল আছেন জেনে তাঁর ভাল লাগছে৷
advertisement
কোনও এক নেটিজেনের মন্তব্য, থাই গক অন্যদের থেকে অনেক বেশি পৃথিবীকে দেখতে ও উপভোগ করতে চান৷ তাই এক বিন্দু নিদ্রাও নেই তাঁর দিনযাপনে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral : বিস্ময়কর! গত ৬০ বছরে একবারও এই কাজটি করেননি এই বৃদ্ধ! তার পরও দিব্যি সুস্থ, সবল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement