Viral: এক গা সোনার গয়না, জমকালো শাড়ির উপর সাদা কোট, গলায় স্টেথোস্কোপ, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এলেন নববধূ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral: নতুন কনের নাম শ্রী লক্ষ্মী অনিল। তিনি কেরলের বিঠানি নবজীবন কলেজ অব ফিজিওথেরাপির ছাত্রী
বিয়ের জমকালো শাড়ির উপর ল্যাব কোট এবং গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এলেন নববধূ। কিছু দিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ছবিটি। তার পর ভাইরাল হতে সময় লাগেনি। ১ লক্ষ ৫৩ হাজারের বেশি লাইক এবং ২ মিলিয়নের বেশি ভিউজ এসেছে ছবিটিতে।
নতুন কনের নাম শ্রী লক্ষ্মী অনিল। তিনি কেরলের বিঠানি নবজীবন কলেজ অব ফিজিওথেরাপির ছাত্রী। হলুদ রঙের জরিদার শাড়ি, সঙ্গে ভারী গয়নার সঙ্গে মুখে মেক আপ করা অবস্থাতেই তিনি পরীক্ষার হলে ঢোকেন। এই অবস্থায় তাঁকে দেখে উচ্ছ্বসিত তাঁর সহপাঠীরা।
ভাইরাল হওয়া ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের সাজে, ভারী অলঙ্কার পরেই পরীক্ষা দিচ্ছেন লক্ষ্মী। আরও একটা ভিডিওতে ধরা পড়েছে তিনি পরীক্ষা দিতে যাওয়ার পথে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছেন নোটসে।
advertisement
advertisement
আরও পড়ুন : গভীর গাউনে পাঁচ লহরী হিরে-পান্নার কণ্ঠহারে রিসেপশনে সুন্দরী কিয়ারা, এ বার কি ৭০ কোটির বাংলোয় শুরু সংসার
প্র্যাকটিক্যালের জন্য পরীক্ষার হলে ঢোকার সময় এক বন্ধু ঠিক করে দেন শাড়ির কুঁচি। লক্ষ্মী গলায় ঝুলিয়ে নেন স্টেথোস্কোপ। তার পর তিনি আর বিয়ের কনে নন। পরীক্ষার হলেন একাগ্র, মনোযোগী ছাত্রী।
advertisement
advertisement
লক্ষ্মীর ভিডিও দেখে দারুণ অনুভূতি নেটিজেনদের। অজস্র শুভেচ্ছা ও অভিনন্দনবার্তায় ভরে গিয়েছে কমেন্টবক্স। হৃদয় ও ভালবাসার ইমোজি এঁকে দিয়েছেন অনেকেই।
advertisement
তরুণী লক্ষ্মী জানিয়েছেন তাঁর পরীক্ষা ও বিয়ের দিন ছিল খুবই কাছাকাছি। বিয়ের তিন দিন আগে মূল পরীক্ষা হয়ে গেলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা পড়েছে বিয়ের দিনই। তাই কনের সাজে পরীক্ষা দিতে যাওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না। এভাবেই রক্ষা হয় দু’দিক।
তাঁর মনের দৃঢ়তাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 8:58 AM IST