আরও পড়ুন: ফেক নিউজ চিনতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা
শিল্পাঞ্চল হলদিয়ায় দিন দিন বাড়ছে দূষণের মাত্রা। দূষণ ঠেকাতে এর আগে নানা পরিকল্পনা নিলেও কাজের কাজ কিছু হয়নি। তাই মুম্বইয়ের অনুকরণে এবার ঠিক হয়েছে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে পার্কের মধ্যেই বিশুদ্ধ বাতাসের প্রবাহ তৈরি করা হবে। এতে শহরের দূষণ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। মুম্বইয়ের একটি পার্কে এই পদ্ধতি অবলম্বন করে ফল পাওয়া গিয়েছে।
advertisement
পাশাপাশি হলদিয়া পুরসভা ঠিক করেছে শহরের পার্কগুলোর হাল ফেরানো হবে। মিউজিক্যাল ফাউন্টেন বসতে চলেছে হলদিয়ার হাতিবেড়িয়া সতীশ সামন্ত পার্কে। সেই সঙ্গে হলদিয়া পুরসভার সামনে ভাষা উদ্যানে বসছে লাইট বোর্ড। সুদৃশ্য করা হচ্ছে হলদি নদী পাড়ের বিদ্যাসাগর পার্ক। হলদি নদীর তীরবর্তী বিদ্যাসাগর পার্ক সব বয়সী মানুষের কাছে জনপ্রিয়।
হলদিয়া পুরসভা পরিচালিত ২৪ টি পার্কেরই হাল ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার ইকোপার্কের আদলে সতীশ সামন্ত পার্কে গড়ে উঠছে সাঙ্গীতিক ঝর্ণা। রঙিন আলো, সুরের জাদুর সঙ্গে ঝর্ণার ছন্দময় নাচ দেখা যাবে এই পার্কে। বিনা খরচে নাগরিকদের প্রবেশ অবাধ। হলদিয়ার মহকুমাশাসক তথা পুরপ্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান, নাগরিক পরিষেবা উন্নত করার লক্ষ্যে পার্কগুলির সৌন্দর্যায়ন ঘটানো হচ্ছে। লাইট অ্যাণ্ড সাউণ্ড, তার সঙ্গে ঝর্ণা দিয়ে সতীশ সামন্ত পার্ককে আকর্ষণীয় করা হচ্ছে। ধাপে ধাপে অন্যান্য পার্কগুলি সুন্দর রূপ পাবে। প্রথম পর্বে তিনটি পার্কের সৌন্দর্যায়নে প্রায় ষাট লাখ টাকা খরচ করা হচ্ছে।
সৈকত শী