West Medinipur News: ফেক নিউজ চিনতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

Last Updated:

ফেক নিউজ কীভাবে চিনবেন তা জানাতেই সাংবাদিকদের নিয়ে মেদিনীপুর শহরে আয়োজিত হল কর্মশালা

+
title=

পশ্চিম মেদিনীপুর: সোশ্যাল মিডিয়ার এই রমরমা সময়ে অনেকটাই গুরুত্ব হারিয়েছে সাংবাদিকতা। বিশেষ করে তথ্য যাচাই করে সঠিক খবর তুলে ধরার বিষয়টি পিছনের সারিতে চলে গিয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরালের যুগে সঠিক তথ্য যাচাই করে তা বিশ্বাস করার সময় নেই বহু মানুষের। আর এভাবেই প্রতিনিয়ত চারিদিকে ছড়িয়ে পড়ছে বহু অসত্য খবর এবং ভুল তথ্য। তার ফলে বিপদে পড়ছে বহু মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, বিপদ বাড়ছে জাতীয় নিরাপত্তার। কীভাবে সোশ্যাল মিডিয়ায় কোন‌ও ভাইরাল ভিডিও বা পোস্টের ফ্যাক্ট চেক করবেন বা বুঝবেন কোনটা ফেক নিউজ তা নিয়েই এবার সচেতনতামূলক কর্মশালা আয়োজিত হল মেদিনীপুর শহরে।
ভাইরাল খবরের জোয়ারে অনেক সময় সাংবাদিকরাও বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু তাঁদের কাছে সমাজের প্রত্যাশা সবচেয়ে বেশি। এই অবস্থায় সাংবাদিকরা যাতে ভুল খবরের ফাঁদে পা না দেন তার জন্যই এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। মেদিনীপুর শহরের একটি হোটেলে প্রেস ইনফরমেশন ব্যুরো এই কর্মশালার আয়োজন করে। উপস্থিত ছিলেন ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফর্মেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের পূর্ব জোনের ডিজি ভূপেন্দ্র কাইনথোলা, পিআইবি কলকাতার প্রাক্তন এডিজি দেবাঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা।
advertisement
advertisement
এদিন সাংবাদিকদের ফেক নিউজ এবং কীভাবে ফেক নিউজ যাচাই করা সম্ভব তা নিয়ে বিভিন্ন কৌশল শেখান জয়দীপ দাশগুপ্ত। বহু সময় দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিভিন্ন ধরনের ফেক নিউজ দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। এই অবস্থায় খবরের সত্যতা যাচাই করে কীভাবে সংবাদ করতে হবে সেটাই মূলত এই কর্মশালায় তুলে ধরা হয়েছে। এই কর্মশালায় পশ্চিম মেদিনীপুরের প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ফেক নিউজ চিনতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement