রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় সিএডিসি-র উদ্যোগে প্রতি বছর শীতকালীন শাকসবজির পাশাপাশি টমেটো চাষ করে থাকে। টমেটো এ বার অধিক মাত্রায় ফলন হয়েছে কিন্তু বাজারে সে ভাবে দর নেই। তাই টমেটোকে না ফেলে টমেটো থেকেই কেচআপ তৈরি করার কাজ শুরু হয়েছে। আর এই কাজে নিযুক্ত স্বসহায়ক দলের মহিলারা।
এর ফলে এক দিকে যেমন টমেটোকে নষ্ট না করে তা থেকে সস তৈরি করা হচ্ছে, অন্য দিকে গ্রামের মহিলাদের কর্মসংস্থানও হচ্ছে। এ বিষয়ে তমলুক প্রোজেক্টের ডেপুটি ডাইরেক্টর উত্তম লাহা বলেছেন, "এক দিকে অধিক ফলনজাত টমেটো নষ্ট হচ্ছে না, অন্যদিকে আবার গ্রামের মেয়েরাও টমেটো সস তৈরির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।"
advertisement
আরও পড়ুন: নকল বিধায়ক ঢুকে পড়েছিলেন, বেনজির ঘটনার পর বিধানসভায় এবার যা ঘটল, অবিশ্বাস্য!
আরও পড়ুন: স্বামীর সঙ্গে টিকিট কেটেই কোটি টাকার লটারি পেল স্ত্রী! তারপর যা ঘটল, চমকে উঠবেন শুনলে
প্রসঙ্গত সিএডিসি প্রোজেক্টের মাধ্যমে শুধু টমেটো সস নয় সারা বছরই নানা ধরনের কাজ হয়। যেমন পশুপালন, মাশরুম, মাছ চাষ, রঙিন মাছের চাষ, নার্সারি। আর এই সব কাজে নিযুক্ত গ্রামের স্বসহায়ক দলের মহিলারা। ওই মহিলারা বাড়ির কাজের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের কাজের মাধ্যমে আর্থিক উপার্জনও করছেন। ফলে ঘর সংসার চালাতে তাঁদের সুবিধাই হচ্ছে। এ ক্ষেত্রে গ্রামের অর্থনীতির হাল ফেরাতে বড় ভূমিকা পালন করছে সিএডিসি।
সৈকত শী





