West Bengal Assembly: নকল বিধায়ক ঢুকে পড়েছিলেন, বেনজির ঘটনার পর বিধানসভায় এবার যা ঘটল, অবিশ্বাস্য!

Last Updated:

West Bengal Assembly: গত বুধবার বিধানসভায় বাজেট পেশ করা হচ্ছিল। আর সেই সময় ঘটে বিপত্তি। একজন ব্যক্তি বিধানসভার মূল কক্ষে ঢুকতে যাওয়ার সময়ে নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে।

কড়া নিরাপত্তা বিধানসভায়
কড়া নিরাপত্তা বিধানসভায়
কলকাতা: ভুয়ো বিধায়ক ঢুকে যাওয়ার পর সতর্ক বিধানসভা কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে বিধায়ক সহ কর্মী, সাংবাদিক যারাই ঢুকছেন, কড়া চেকিং চালানো হচ্ছে প্রবেশের সময়। পরিচয় পত্রও দেখতে চাওয়া হয়। স্পিকার ছাড়া কারও গাড়ি ঢুকবে না বিধানসভায়। বিধানসভার অধিবেশনে এমনই বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গত বুধবার বিধানসভায় বাজেট পেশ করা হচ্ছিল। আর সেই সময় ঘটে বিপত্তি। একজন ব্যক্তি বিধানসভার মূল কক্ষে ঢুকতে যাওয়ার সময়ে নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে। সন্দেহ হওয়াতে নিরাপত্তারক্ষীরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারঁ নাম কী? কোন বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক ইত্যাদি। তাঁর উত্তর শুনে সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। কিন্তু বিধানসভার মূল গেট পেরিয়ে এতদূর পর্যন্ত তিনি কীভাবে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
advertisement
advertisement
এমনিতেই বিধানসভা চলাকালীন আঁটোসাটো নিরাপত্তা থাকে বিধানসভা চত্বরে। বাজেটের দিন সেই নিরাপত্তা অনেকটাই বেশি থাকে। পরিচয়পত্র ছাড়া কার্যত কেউই ভিতরে ঢুকতে পারেন না। বুধবারও একই রকমের ত্রিস্তরীও নিরাপত্তা ছিল। বিধানসভার ভিতরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
advertisement
অথচ দুটি বলয় পেড়িয়ে কীভাবে ওই ব্যক্তি মূল কক্ষের সামনে চলে এলেন, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই ভুয়ো বিধায়ক নিজেকে কোন দলের বলেছেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিধানসভায় নিরাপত্তা অথচ দুটি বলয় পেড়িয়ে কীভাবে ওই ব্যাক্তি মূল কক্ষের সামনে চলে এলেন, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই ভুয়ো বিধায়ক নিজেকে কোন দলের বলেছেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিধানসভার নিরাপত্তা আরও জোরদার করা হল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: নকল বিধায়ক ঢুকে পড়েছিলেন, বেনজির ঘটনার পর বিধানসভায় এবার যা ঘটল, অবিশ্বাস্য!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement