জানা যায় গ্রামগুলিতে প্রায় ৪০০ টি পরিবারের কয়েক হাজার মানুষ থাকেন প্রায় ৬ কিলোমিটার রাস্তার হাল অত্যন্ত খারাপ। অবস্থা এতটাই বিপজ্জনক যে প্রায় প্রতি দিন কোনও না কোনও দুর্ঘটনা ঘটে। এদিকে এখানেই পোস্ট অফিস স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে। ফলে বিপদ মাথায় রেখেই আমজনতাকে যাতায়াত করতে হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, বার বার বলেও কোনও সুরাহা হয়নি।
advertisement
আরও পড়ুনঃ উৎসবের শুরু, পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
ফল? গুরুতর অসুস্থদের নিয়ে যাওয়া সমস্যা হয়। পরিস্থিতি সামাল দিতে মথুরা গ্রাম পঞ্চায়েত এর প্রধান অমিত মন্ডল ঘটনা স্থলে এলে প্রধান কে ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে খুব্ধ গ্রামবাসিরা। গ্রাম পঞ্চায়েত এর প্রধান অমিত মন্ডল জানান মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর কাজ হয়েছে বিসর্তিন এলাকার রাস্তা বাকি থেকে গেছে বর্তমান এন আর জি এস এর কাজ পুজোর পর কাজ শুরু হলে এই রাস্তা স্কিমে দেওয়া আছে পুজোর পর এই রাস্তার কাজ শুরু হবে।
Saikat Shee