Purba Medinipur News: উৎসবের শুরু, পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
উৎসবের শুরু, মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন জেলার একাধিক দুর্গাপুজো।দেবীপক্ষের সূচনা উৎসব মুখরিত হয় বাংলার আকাশ বাতাস। আর উৎসবে শামিল হয় আপামর বাঙালি।
#তমলুক : উৎসবের শুরু, মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন জেলার একাধিক দুর্গাপুজো।দেবীপক্ষের সূচনা উৎসব মুখরিত হয় বাংলার আকাশ বাতাস। আর উৎসবে শামিল হয় আপামর বাঙালি। পরপর দু'বছর করোনার কালে দুর্গাপূজা হলেও উৎসবের আমেজ খামতি ছিল। এবার উৎসবের আমেজ মেতে উঠেছে বাঙালি। মৃন্ময়ী মাকে চিন্ময়ী মা রূপে বরণ করে নেওয়ার পালা। আর তাই সাজ সাজ রব বাংলা জুড়ে। তারই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার ১৩ টি দুর্গাপুজোর উদ্বোধন করলেন। তমলুক শহরের আদি সার্বজনীন দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পুজোর পরিচালনার দায়িত্ব রয়েছেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। তমলুকের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দীপেন্দ্র নারায়ণ রায়ের দুর্গা পূজার প্রশংসা করেন। সেই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থেকেই দুর্গোৎসবের সূচনা হয়ে গেল তমলুক শহরে।
আরও পড়ুনঃ তর্পণে আসা মানুষদের সাহায্যার্থে বিশেষ উদ্যোগ নিচ্ছে পৌরসভা
তমলুক শহরের আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শ্বেতা আগরওয়াল, বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। দু'বছর ও করোনা অতিমারির কাল পেরিয়ে এ বছর সম্পূর্ণরূপে দুর্গাপুজো। তাই দুর্গাপুজোর কটা দিন সবাই মিলে একসঙ্গে আনন্দে মেতে ওঠার ও উৎসবে অংশগ্রহণ করার বার্তা দেন এলাকার বিধায়ক ডাঃ সৌমেন কুমার মহাপাত্র।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আরও একধাপ এগিয়ে গেল নয়াচর মৎস্যহাব প্রকল্প
প্রসঙ্গত তমলুক শহরের রাজবাড়ী মাঠে আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গাপূজা কার্যত একার হাতে পরিচালনা করেন তমলুক শহরের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। এই দুর্গাপুজোয় থিমের চমক বা অনুষ্ঠানের জাঁকজমক না থাকলেও প্রাণের টান অটুট। এই দুর্গাপুজো তমলুক শহরের অন্যতম একটি দুর্গাপুজো হিসেবে মানুষের কাছে সমাদৃত হয়।
advertisement
Saikat Shee
Location :
First Published :
September 26, 2022 3:24 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: উৎসবের শুরু, পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী