TRENDING:

East Medinipur News: থিম প্যান্ডেলের কারুকার্য করেন এই গ্রামের মহিলারা! ঘটনা হৃদয় ছুঁয়ে যাবে

Last Updated:

অন্যান্য পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও বর্তমান সময়ে থিমের প্যান্ডেলের চাহিদা তুঙ্গে। নন্দকুমারের বেশ কয়েকটি গ্রামের মহিলারা এই থিম প্যান্ডেলের বিভিন্ন অংশ তৈরি করে রোজগার করছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: থিম প্যান্ডেলের কারুকার্য তৈরি করে সাবলম্বী হচ্ছে গ্রামের মহিলারা। সামনেই দুর্গাপুজো। আর দুর্গা পুজো মনে থিমের প্যান্ডেল। এছাড়াও অন্যান্য পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও বর্তমান সময়ে থিমের প্যান্ডেলের চাহিদা তুঙ্গে। ফলে নন্দকুমারের বেশ কয়েকটি গ্রামের মহিলারা এই থিম প্যান্ডেলের বিভিন্ন অংশ তৈরি করে রোজগার করছেন।
advertisement

ঘর সংসারের কাজ সামলে বিভিন্ন বয়সের মহিলারা থিম প্যান্ডেলের বিভিন্ন অংশের কাজ করছেন ওয়ার্কশপে এসে। এর ফলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। নন্দকুমার ব্লকের বিরিঞ্চবসান বেতাল বসান গ্রামের মহিলারা বছরে ৩৬৫ দিন এই কাজের সঙ্গে যুক্ত।

পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের স্বনামধন্য শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। থিম প্যান্ডেল জগতের একটি পরিচিত নাম। তাঁর ভাবনায় রাজ্যজুড়ে দুর্গাপূজার পাশাপাশি বিভিন্ন পূজায় থিমের মন্ডপ গড়ে ওঠে। তাঁর এই ভাবনাকে রূপ দেন তাহলে গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও।

advertisement

আরও পড়ুন: জীবনকৃষ্ণের বিরুদ্ধে একাধিক অভিযোগ CBI-র, জামিনের আবেদন খারিজ আদালতের

গ্রামের মহিলারা প্রতিদিন দৈনন্দিন কাজের পাশাপাশি থিম মণ্ডপের বিভিন্ন অংশের কাজ করে ওয়ার্কশপে বসে। শুধু দুর্গাপূজা নয় অন্যান্য পূজোর পাশাপাশি বিয়ে সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে থিমের কাজ সমাদৃত। ফলে ওইসব মহিলারা বছরে ৩৬৫ দিন কাজ পায়।

advertisement

এরকমই এক মহিলা নিলু আদক জানান, তিনি দীর্ঘ কুড়ি বছর থিম মন্ডপের ওয়ার্কশপে কাজ করছেন। আগে শুধু দুর্গাপূজার সময় ব্যস্ততা বাড়তো। আগের তুলনায় এখন কাজ বেড়েছে। এখন সারা বছরই কাজ হয়। সংসারের যাবতীয় কাজকর্ম সেরে তাঁরা এখানে এসে কাজ করেন। আর এই কাজের মাধ্যমেই তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। যা তাদের ঘর সংসার চালাতে কাজে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: থিম প্যান্ডেলের কারুকার্য করেন এই গ্রামের মহিলারা! ঘটনা হৃদয় ছুঁয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল