ঘর সংসারের কাজ সামলে বিভিন্ন বয়সের মহিলারা থিম প্যান্ডেলের বিভিন্ন অংশের কাজ করছেন ওয়ার্কশপে এসে। এর ফলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। নন্দকুমার ব্লকের বিরিঞ্চবসান বেতাল বসান গ্রামের মহিলারা বছরে ৩৬৫ দিন এই কাজের সঙ্গে যুক্ত।
পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের স্বনামধন্য শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। থিম প্যান্ডেল জগতের একটি পরিচিত নাম। তাঁর ভাবনায় রাজ্যজুড়ে দুর্গাপূজার পাশাপাশি বিভিন্ন পূজায় থিমের মন্ডপ গড়ে ওঠে। তাঁর এই ভাবনাকে রূপ দেন তাহলে গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও।
advertisement
আরও পড়ুন: জীবনকৃষ্ণের বিরুদ্ধে একাধিক অভিযোগ CBI-র, জামিনের আবেদন খারিজ আদালতের
গ্রামের মহিলারা প্রতিদিন দৈনন্দিন কাজের পাশাপাশি থিম মণ্ডপের বিভিন্ন অংশের কাজ করে ওয়ার্কশপে বসে। শুধু দুর্গাপূজা নয় অন্যান্য পূজোর পাশাপাশি বিয়ে সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে থিমের কাজ সমাদৃত। ফলে ওইসব মহিলারা বছরে ৩৬৫ দিন কাজ পায়।
এরকমই এক মহিলা নিলু আদক জানান, তিনি দীর্ঘ কুড়ি বছর থিম মন্ডপের ওয়ার্কশপে কাজ করছেন। আগে শুধু দুর্গাপূজার সময় ব্যস্ততা বাড়তো। আগের তুলনায় এখন কাজ বেড়েছে। এখন সারা বছরই কাজ হয়। সংসারের যাবতীয় কাজকর্ম সেরে তাঁরা এখানে এসে কাজ করেন। আর এই কাজের মাধ্যমেই তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। যা তাদের ঘর সংসার চালাতে কাজে এসেছে।
সৈকত শী