হঠাৎ করেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র ১৫ দিনের ব্যবধানে ডবলেরও বেশি দাম উঠে গিয়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় ফসলের। কেউ বলছেন বৃষ্টির অভাবে এমন পরিস্থিতি, কারও সাফাই চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বাড়ছে। তবে হঠাৎ করে বাজারে এমন আগুন হওয়ার প্রকৃত কারণ নিয়ে কোনও যুৎসই তথ্য হাতে আসছে না। অনেক ক্ষেত্রেই আবার পাইকারি বাজারের তুলনায় খুচরোর দামে বিপুল ফারাকের অভিযোগও উঠছে নানা মহলে। কিন্তু এই দাম বৃদ্ধির ফলে মার খাচ্ছে খুচরো ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন – Panchayat Election 2023: হঠাৎ মাথায় হাত নতুন বর-কনের, ‘এই’ কারণে দুম করে বদলাতে হচ্ছে বিয়ের তারিখ
বাঙালির রান্নায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আদা গত মাসখানেক ধরে প্রায় ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে, রসুনের দাম কেজি প্রতি ২৫০ টাকা। কাঁচালঙ্কা ৩০০ টাকা কেজি। অন্যান্য সবজির ক্ষেত্রে হঠাৎ করে আকাশ ছোঁওয়া দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে রীতিমতো কালঘাম ছুটছে আম জনতার। বাজারে হঠাৎ করে আকাশ ছোঁওয়া দামবৃদ্ধির কারণে শাক সবজির বিক্রি কমেছে বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। নন্দকুমার বাজারের ব্যবসায়ীরা মনে করেন এই দাম বৃদ্ধির প্রভাব এবার পঞ্চায়েত ভোটে পড়বে।
আরও পড়ুন – Weather Update: বিকেল চারটে বাজলেই আবহাওয়ার খেলা শুরু, দক্ষিণবঙ্গের মেগা আপডেট
অন্যদিকে বাজারে এই হঠাৎ করে দাম বৃদ্ধি গৃহস্থের সংসারে হাঁড়ি চড়া দায় হয়ে উঠেছে, বাজারের ক্রেতারা মনে করছেন প্রতিটি রাজনৈতিক দল সাধারণ মানুষের কথা না ভেবেই রাজনীতি করতে ব্যস্ত আর যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। হঠাৎ করে বাজারে শাকসবজি কাঁচা আনাজের দাম বৃদ্ধির প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে। এছাড়াও বাজারে আসা বেশ কিছু ক্রেতা জানালেন এই দাম বৃদ্ধি ও সুষ্ঠু কর্মসংস্থানের অভাব সাধারণ মানুষের নাভিঃশ্বাস ওঠার জোগাড়।
Saikat Shee