Panchayat Election 2023: হঠাৎ মাথায় হাত নতুন বর-কনের, ‘এই’ কারণে দুম করে বদলাতে হচ্ছে বিয়ের তারিখ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News : পঞ্চায়েত ভোটের গেরোয় বিপাকে পড়েছেন বর-কনে পক্ষ! বদলাতে হচ্ছে বিয়ের তারিখ
দক্ষিণ দিনাজপুর: ভোট বড় দুশ্চিন্তার। আগামী পঞ্চায়েত নির্বাচনের গেরোয় বিপাকে পড়েছেন বর-কনে পক্ষ। আষাঢ় মাসে একাধিক বিয়ের দিনক্ষণ আগে থেকেই পাকা করা থাকে। এর মধ্যে শুরু হয়ে গেছে ভোটের মরশুম। বর-কনে পক্ষরা বহুদিন আগেই শহরের বিভিন্ন উৎসব ভবন ভাড়া করে রেখেছিলেন নিজেদের বিয়ের জন্য। কিন্তু প্রশাসন পঞ্চায়েত নির্বাচনের কাজে নিয়ে নিয়েছে উৎসব ভবনগুলি। ফলে নতুন ভবন খুঁজতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যদিও পুরসভার তরফে তাদের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পার করার জন্য ইতিমধ্যেই বালুরঘাটে এক কোম্পানি তথা ১২০ কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন। আগামী কয়েক দিনে আরও আধা সামরিক বাহিনী শহরে এসে যাবে৷ তাদের থাকার জন্য বিভিন্ন উৎসব ভবন ভাড়া নেওয়া হয়েছে। বালুরঘাটের সাহেব কাছারি পাড়ার বড় উৎসব ভবনও সেই তালিকায় রয়েছে। যেখানে কেন্দ্রীয় বাহিনীর ৪০০ জন থাকতে পারে৷
advertisement
advertisement
যদিও তার পাশেই রয়েছে ছোট উৎসব ভবন। সেটি এখনও সেই তালিকার বাইরে রয়েছে। কিন্তু বিয়ে পাকা হওয়ার পরে অনুষ্ঠান আয়োজনের জন্য উৎসব ভবনের খোঁজ চালাতে থাকেন বর-কনে পক্ষরা। তিন চার মাস আগেই তারা এই বড় উৎসব ভবন ভাড়া করে রেখেছেন। অনেকেই ভাড়ার পুরো টাকা জমা দিয়েছেন। কিন্তু বাধ সেধেছে পঞ্চায়েত নির্বাচন। ফলে হঠাৎ করেই তাদের এখন দুশ্চিন্তার ইয়ত্তা নেই।
advertisement
আরও পড়ুন – France Riots: ফ্রান্সে চরম বিক্ষোভ চলছেই, নাহেলের ঠাকুমা শান্তির আবেদন করে বললেন ‘এই’ কথা
সাহেব কাছারির এই দুই উৎসব ভবন বালুরঘাট পুরসভার অধীনে রয়েছে। তাই পুরসভা কর্তৃপক্ষ বর-কনে পক্ষদের সঙ্গে কথা বলে ছোট উৎসব ভবনে অনুষ্ঠান করার আহ্বান জানাচ্ছেন। বাড়তি ভাড়ার টাকা তাদের ফেরত দেওয়ার কথাও ভাবা হচ্ছে। এই মাসের ৩০ তারিখেই বিয়ের নির্ঘণ্ট রয়েছে।
advertisement
বাস স্ট্যান্ড সংলগ্ন সুবর্ণা উৎসব ভবনে বউভাতের অনুষ্ঠান রয়েছে। সেখানে অনুষ্ঠান করার অনুমতি মিললেও জুলাই মাসের ৭ তারিখ হাটখোলার বড় উৎসব ভবনের অনুষ্ঠানের সম্ভাবনা নেই। আবার ১২ তারিখেও এই উৎসব ভবন ভাড়া রয়েছে। ১১ তারিখে ভোট গণনা শেষ হবে। তবুও নিশ্চয়তা নেই কেন্দ্রীয় বাহিনী সেই উৎসব ভবন ছাড়তে নাও পারে। তাই সেই অনুষ্ঠানে ছোট উৎসব ভবনে হতে পারে। সব মিলিয়ে কার্যত বর-কনে পক্ষদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। যদিও পুরসভার তরফে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
Susmita Goswami
এই বার্তা এইমাত্র এসেছে. আপনি News18 বাংলা ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত পেতে এবং পড়তে পারেন। আমরা আরও তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এই পোস্টটি আপডেট করব। অবিলম্বে সব খবর এবং আপডেট পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন. আগে সব খবর পান
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 4:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Panchayat Election 2023: হঠাৎ মাথায় হাত নতুন বর-কনের, ‘এই’ কারণে দুম করে বদলাতে হচ্ছে বিয়ের তারিখ