TRENDING:

East Medinipur News|| পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ধামাকা! ধরাশায়ী বিরোধীরা, সমবায় নির্বাচনে শাসক দলের জয়জয়কার

Last Updated:

TMC won Samabay election at East Medinipur: ২০২৩ সালেই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগেই ধরাশায়ী বিরোধী শিবির সমবায় ভোটে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহিষাদল: পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল শাসক শিবির। ২০২৩ সালেই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগেই ধরাশায়ী বিরোধী শিবির সমবায় ভোটে। পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একাধিক সমবায় নির্বাচনে শাসক দলের প্রার্থীদের জয়জয়কার। বেশিরভাগ সবাই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শাসক দল। পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ২৮ ডিসেম্বর বুধবার আবারও একটি সমবায় নির্বাচনে জয় পেল শাসক শিবির।
advertisement

ফের পূর্ব মেদিনীপুর জেলায় সমবায়ে জয় তৃণমূলের। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার কেশবপুর জনতা কো-অপারেটিভ এগ্রি ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন অনুষ্ঠিত হয়। সমবায়ের মোট আসন ৬৭। বিনা প্রতিদ্বন্দ্বিতায়় শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছিল তিনটি আসনে। বাকি ৬৪ আসনে নির্বাচন হয় এ দিন। তৃণমূল ৬৭, বিজেপি ৪৭, সিপিএম ৩৬ আসনে প্রার্থী দিয়েছিল।

advertisement

আরও পড়ুনঃ ডাবলি খেয়েছেন কখনও? জানেন কীভাবে বানানো হয়? নয়া স্বাদে মজেছে যুবক-যুবতীরা

এ দিন মোট ভোটার সংখ্যা ছিল ১৭০০। সকাল ১০'টা থেকে দুপুর ২'টো পর্যন্ত নির্বাচন হয়। গণনা শেষে ৬৪ আসনের মধ্যে ৬৩ আসনে শাসক দল (৬৩+৩=৬৬) এবং বিরোধীরা মাত্র ১ টি আসনে জয়লাভ করে। পঞ্চায়েত ভোটের আগে এই জয় অনেকটাই বাড়তি অক্সিজেন দিল বলে দাবি করেছেন শাসক দলের নেতাকর্মীদের।

advertisement

View More

এ দিন সমবায় নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখার পর শাসক দলের নেতাকর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। শাসক দলের নেতাকর্মী থেকে সমর্থকেরা একে অপরকে আবীর মাখিয়ে জয় উদযাপন করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News|| পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ধামাকা! ধরাশায়ী বিরোধীরা, সমবায় নির্বাচনে শাসক দলের জয়জয়কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল