ফের পূর্ব মেদিনীপুর জেলায় সমবায়ে জয় তৃণমূলের। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার কেশবপুর জনতা কো-অপারেটিভ এগ্রি ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন অনুষ্ঠিত হয়। সমবায়ের মোট আসন ৬৭। বিনা প্রতিদ্বন্দ্বিতায়় শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছিল তিনটি আসনে। বাকি ৬৪ আসনে নির্বাচন হয় এ দিন। তৃণমূল ৬৭, বিজেপি ৪৭, সিপিএম ৩৬ আসনে প্রার্থী দিয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ ডাবলি খেয়েছেন কখনও? জানেন কীভাবে বানানো হয়? নয়া স্বাদে মজেছে যুবক-যুবতীরা
এ দিন মোট ভোটার সংখ্যা ছিল ১৭০০। সকাল ১০'টা থেকে দুপুর ২'টো পর্যন্ত নির্বাচন হয়। গণনা শেষে ৬৪ আসনের মধ্যে ৬৩ আসনে শাসক দল (৬৩+৩=৬৬) এবং বিরোধীরা মাত্র ১ টি আসনে জয়লাভ করে। পঞ্চায়েত ভোটের আগে এই জয় অনেকটাই বাড়তি অক্সিজেন দিল বলে দাবি করেছেন শাসক দলের নেতাকর্মীদের।
এ দিন সমবায় নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখার পর শাসক দলের নেতাকর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। শাসক দলের নেতাকর্মী থেকে সমর্থকেরা একে অপরকে আবীর মাখিয়ে জয় উদযাপন করেন।
Saikat Shee