Alipurduar News|| ডাবলি খেয়েছেন কখনও? জানেন কীভাবে বানানো হয়? নয়া স্বাদে মজেছে যুবক-যুবতীরা

Last Updated:

New food Dubli: পাওভাজি কিংবা বড়া পাও নয়। এই খাবার খেতে একটু ভিন্ন ধরনের। বান রুটির মাঝে চিজ  এবং ফল ও সবজির মিশ্রণ দিয়ে তৈরি ডাবলি।

+
title=

#আলিপুরদুয়ার: পাওভাজি কিংবা বড়া পাও নয়। এ খাবারের স্বাদ একটু ভিন্ন ধরনের। বান রুটির মধ্যে চিজ এবং ফল ও সবজির মিশ্রণ দিয়ে তৈরি ডাবলি, যা ইতিমধ্যে মন কেড়েছে কালচিনিবাসীর। বিকেল চার'টে বাজলেই ডাবলি খেতে ভিড় জমে যায় কালচিনির রাস্তায়। চিজ ডাবলি, চিজ মেয়োনিজ ডাবলি, মেয়োনিজ ডাবলিতে মজে নয়া প্রজন্ম।
পকেটে পঞ্চাশ টাকা থাকলেই কেল্লাফতে। এমনিতেও যে কোনও ধরনের ফাস্টফুড খেতে হলে পকেটে পঞ্চাশ টাকা রাখতেই হয়।চিজ, মেয়োনিজ, ফল, সবজি, বান রুটি এতকিছু একসঙ্গে খেয়ে রাত পর্যন্ত পেট ভরে থাকে সকলের।
আরও পড়ুনঃ ফুল দেখতে গিয়ে এ কী জঘন্য কাণ্ড! ৫ যুবককে জালে তুলল পাঁশকুড়া পুলিশ
পাঁচ বছর ধরে কালচিনির রাস্তায় ডাবলির ঠেলা নিয়ে বসছেন রাজবাহাদুর বাঘেল। তবে শুধু ডাবলি নয় বড়া পাও, পাওভাজিও বানিয়ে থাকেন তিনি।রাজবাহাদুর বাঘেলের কথায় ডাবলি তৈরির পদ্ধতি তিনি নিজের বুদ্ধি লাগিয়ে পেয়েছেন। বড়া পাও, পাওভাজি তৈরি করে বিক্রি চলছিল। একদিন ঘরে নারকেল কোরা, গাজর, বিট, আপেল গ্রেড করে তা চিনি ও গুড় দিয়ে কড়াইয়ে রান্না করে একটি মিশ্রণ তিনি তৈরি করেন। তার ওপর ছড়িয়ে দেন বেদানা এবং টুটি ফ্রুটি। এরপর এক অতি পরিচিত ক্রেতাকে বানরুটি বাটার দিয়ে ভেজে তার মাঝে মিশ্রণটি দিয়ে খেতে বলেন। তারপর থেকেই বিখ্যাত হয়ে ওঠে ডাবলি। এরপর ডাবলিতে চিজ, মেয়োনিজ যোগ করে চলছে রমরমিয়ে বিক্রি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বর্ণ ব্যবসায়ীকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে পুলিশ! কে এই পুলিশ? জানুন 
খাবারটিকে আরও সুস্বাদু করে তুলতে পুদিনার চাটনি, টমেটোর চাটনি যোগ করেছেন রাজ বাহাদুর বাঘেল। তিনি জানান, বিকেল চার'টে থেকে রাত ন'টা পর্যন্ত ডাবলি তৈরি করতে থাকেন। বসে থাকার সময় পান না। বান রুটি পর্যাপ্ত পরিমাণে এনে রাখেন, শেষ হয়ে গেলে আবার বাড়ির থেকে আনিয়ে নেন। ডাবলি সবার প্রিয় হয়েছে এটাই তার কাছে বড় পাওয়া।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News|| ডাবলি খেয়েছেন কখনও? জানেন কীভাবে বানানো হয়? নয়া স্বাদে মজেছে যুবক-যুবতীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement