East Medinipur Crime News|| ফুল দেখতে গিয়ে এ কী জঘন্য কাণ্ড! ৫ যুবককে জালে তুলল পাঁশকুড়া পুলিশ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ফুল নয় মদ্যপানই মুখ্য! ফুলের উপত্যকায় মদ্যপান করার অভিযোগে পাঁচ জনকে আটক করল পাঁশকুড়া থানার পুলিশ।
#পাঁশকুড়া: ফুলের উপত্যকায় এসে খোলা আকাশের নিচে বসে মদ্যপানের অভিযোগে পাঁচজনকে আটক করল পাঁশকুড়া থানার পুলিশ। শীতের সময় পাঁশকুড়ার পরিচিতি ফুল দিয়ে।
কাঁসাই নদীর অববাহিকায় ফুল চাষ পাঁশকুড়াকে তোলে অপার্থিব সুন্দর। আর এই অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুল প্রেমী পর্যটকেরা আসেন পাঁশকুড়ায়। তাই পাঁশকুড়ার দোকান্ডার বর্তমান নাম ফুল উপত্যকা। এই ফুলের উপত্যকায় খোলা আকাশের নিচে প্রায় প্রতিদিনই মদ্যপান করত দেখা যেত বেশ কিছু পর্যটকদের। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যটকেরা খোলা আকাশের নিচে মদ্যপানে লিপ্ত হত।
advertisement
আরও পড়ুনঃ স্বর্ণ ব্যবসায়ীকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে পুলিশ! কে এই পুলিশ? জানুন
পাঁশকুড়ার এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের কাছে অনেক সময় ভোগান্তির কারণ হত কিছু জনের এই মদ্যপান। বেশ কিছু পর্যটকেরা নানা সময়ে এ নিয়ে অভিযোগ কেউ জানিয়েছিলেন। ফুলের টানে শুধু ছুটির দিন নয়, শীতের সময় প্রায় প্রতিদিন মেলার মতো লোক আসেন এই দোকান্ডায়। যাদের বেশিরভাগই আসেন পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুধপুলি-পাটিসাপটা-গুড়ের পায়েস কী নেই! বছর শেষে শহরে উৎসবের মেজাজ, জমিয়ে চলছে পৌষ পার্বণ
ফুল প্রেমী পর্যটকদের সঙ্গে থাকেন ছোট ছোট ছেলে মেয়েরাও। ফুলের টানে আসা বেশ কিছু পর্যটকদের এই মদ্যপানে সমস্যায় পড়তে হয় অন্যান্য পর্যটকদের। বুধবার ২৮ ডিসেম্বর পাঁশকুড়া থানার পুলিশ সিভিল পোশাকে এসে ফুলের উপত্যকায় খোলা আকাশের নিচে মদ্যপানের অভিযোগে পাঁচজনকে আটক করে। তাদের থানায় নিয়ে আসা হয়।
advertisement
প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসব আবহে মদ্যপানে লিপ্ত থাকা পর্যটকদের হাতে হেনস্থা হতে হয় চন্দ্রকোনা থানার পুলিশ অফিসার ও কনস্টেবলদের। পর্যটন কেন্দ্রগুলিতে খোলা আকাশের নিচে যাতে মদ্যপান না হয় তার দিকে কড়া নজরদারি প্রশাসনের। এ দিন ফুলের উপত্যকায় মদ্যপানের অভিযোগে পাঁচজনকে আটক করে। পাঁশকুড়া থানা পুলিশ সূত্রে জানা যায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসে পর্যটকেরা যাতে মদ্যপানে লিপ্ত থাকা পর্যটকদের হাতে হাতে হেনস্থা না হয় তার জন্য ওই এলাকায় প্রতিদিন পুলিশি নজরদারি চলবে।
advertisement
Saikat Shee
Location :
First Published :
December 28, 2022 5:47 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur Crime News|| ফুল দেখতে গিয়ে এ কী জঘন্য কাণ্ড! ৫ যুবককে জালে তুলল পাঁশকুড়া পুলিশ